০৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১,
`

গাংনীতে সড়কে ঘণ্টাব্যাপী ডাকাতি, বাসচালক আহত

- ছবি : প্রতীকী

মেহেরপুরে গাংনী-আকুবপুর সড়কে গাছ ফেলে গণডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের ধারালো অস্ত্রের কোপে স্বপন হোসেন (৪৫) নামের এক বাসচালক গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত ১টা থেকে ঘণ্টাব্যাপী এ ঘটনা ঘটে।

আহত বাসচালক স্বপন গাংনী উপজেলার বাঁশবাড়ীয়া গ্রামের আনিছুজ্জামান খানের ছেলে।

ভুক্তভোগী বাস যাত্রী হাফিজুল ইসলাম জানান, ঢাকা থেকে শ্যামলী পরিবহণের একটি বাস মেহেরপুরে ফিরছিল। একইসাথে কুষ্টিয়া থেকে আরো কয়েকটি ট্রাক, মাইক্রোবাস ও প্রাইভেটকার ছিল। মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের খলিশাকুন্ডি ব্রিজের পশ্চিমপাশে গাংনী উপজেলার শেষ সীমানা পিলারের কাছে পৌঁছালে রাস্তার ওপর গাছ পড়ে থাকতে দেখে থেমে যায়। সেখানে সড়কের পাশেই ওৎ পেতে থাকা ১৫ থেকে ২০ জন ডাকাত যানবাহনগুলো আটকে ডাকাতি শুরু করে।

তিনি আরো বলেন, শ্যামলী পরিবহণের দরজা খুলতে রাজি না হওয়ায় ডাকাত দলের সদস্যরা চালককে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। এতে বাসচালক স্বপনের মুখে গুরুতর ক্ষত হয়। ডাকাতরা যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও সোনার গয়না ছিনিয়ে নেয়। টাকা দিতে রাজি না হওয়ায় এক নারীসহ তিন যাত্রীকে মারধর করে ডাকাতরা।

এদিকে শ্যামলী পরিবহণের পাশাপাশি একটি ট্রাক, একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনে ঘণ্টাব্যাপী ডাকাতি করে পালিয়ে যায় ডাকাতদলের সদস্যরা। এ সময় যাত্রী ও চালকরা মিলে রাস্তার ওপর থেকে গাছ সরিয়ে গন্তব্যে চলে যায়।

জানা গেছে, স্বপনকে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই কুষ্টিয়া মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে কুষ্টিয়া মেডিক্যালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানায় তার পরিবার।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ভুক্তভোগীদের সাথে কথা বলেছে। ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।


আরো সংবাদ



premium cement
ত্রিশালে জামায়াতে ইসলামীর সিরাত সম্মেলন ও আলোচনা নবীনগরে ইউএনওর বদলির প্রতিবাদে ছাত্র-জনতার মানববন্ধন জামায়াত গণমানুষের কল্যাণ, মুক্তি ও উন্নতির জন্য শপথবদ্ধ : সেলিম উদ্দিন মিরসরাইয়ে ঝরনার কূপে পড়ে বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর মৃত্যু ভারতে মহানবীকে নিয়ে কটূক্তি : বিভিন্ন স্থানে বিক্ষোভ পুরোনো বন্ধুকে স্বাগত জানাতে পেরে খুব আনন্দিত ড. ইউনূস, একান্ত বৈঠক শ্রীনগরে পুকুর থেকে আ’লীগ নেতার লাশ উদ্ধার সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র ৭ দিনের রিমান্ডে ক্ষেপণাস্ত্র হামলাকে ইসরাইলের জন্য ‘ন্যূনতম শাস্তি’ বললেন ইরানের সর্বোচ্চ নেতা চৌদ্দগ্রামে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রের মৃত্যু ইসরাইলি হামলায় ফিলিস্তিনে নিহতের সংখ্যা বেড়ে ৪১ হাজার ৭৮৮

সকল