০৩ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১, ২৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

ঝিনাইদহে রাসূল সা:-এর কটূক্তিকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

- ছবি : নয়া দিগন্ত

ঝিনাইদহে ভারতের রামগুরু মহারাজ ও বিজেপি নেতা শ্রী নিতিশ নারায়ণ রানের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে রাসূল সা: ও ইসলাম নিয়ে কটূক্তির প্রতিবাদে আর্ন্তাজাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণের জন্য এ কর্মসূচির আয়োজন করা হয়।

জানা গেছে, দুপুর ১টার দিকে ঝিনাইদহ উজির আলী স্কুল মাঠ থেকে বিভিন্ন মাদরাসা, কলেজ ও স্কুলের সাধারণ শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করেন।

এ সময় শহরের পায়রা চত্বরে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন মুফতি আরিফ বিল্লাহ, আবু খালিদ, আব্দুল্লাহ রহমানী, মাওলানা জুবায়ের, রাতুল, ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি এসএম সোমেনুজ্জামান সোমেন ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিকসহ শত শত শিক্ষার্থীরা অংশ নেন।

সমাবেশ থেকে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বিশ্বের মুসলমানদের কলিজার টুকরা রাসূল সা: কোনো অপমান দেশের ছাত্র-সমাজ মেনে নিবে না। ভারতের রামগুরু মহারাজ ও বিজেপি নেতা শ্রী নিতিশ নারায়ণ রানে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বিশ্বের মুসলিম সমাজের হৃদয়ে রক্ত ঝরিয়েছে।

বক্তারা বলেন, তাদেরকে দ্রুত গ্রেফতার করে আন্তর্জাতিক আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে।


আরো সংবাদ



premium cement