২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

চুয়াডাঙ্গায় চার ডাকাত গ্রেফতার

চুয়াডাঙ্গায় চার ডাকাত গ্রেফতার - ছবি : নয়া দিগন্ত

চুয়াডাঙ্গা জেলার মর্তুজাপুরে রাতের আঁধারে নৈশপ্রহরীকে বেঁধে খামার থেকে গরু ছাগল লুটের কারণে চার ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

তাদের স্বীকারোক্তি মোতাবেক লুট হওয়া একটি গাভি, দুটি ষাঁড় ও একটি ছাগল উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার (২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চুয়াডাঙ্গা সদর থানায় এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন চুয়াডাঙ্গা পৌর কলেজপাড়ার সুরত আলীর ছেলে আলিম হোসেন (২২), মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের ঝাউবাড়ীয়া গ্রামের মানিক খানের ছেলে হাসমত আলী খান (৩৪), চুয়াডাঙ্গা সিএন্ডবি পাড়ার সাতগাড়ি গ্রামের পুরাতনপাড়ার মরহুম গহর আলীর ছেলে আব্দুর রশিদ (৫৫), একই এলাকার মরহুম মোক্তার হোসেনের ছেলে মিজানুর রহমান ওরফে পল্টু (৩২)।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, নিজস্ব সোর্স ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে চার ডাকাতকে গ্রেফতার করা হয়। পরে তাদের স্বীকারোক্তিতে ঝিনাইদহের হরিণাকুন্ডু থানাধীন সোনাতনপুর গ্রাম থেকে লুট হওয়া একটি গাভি, দুটি ষাঁড় ও একটি ছাগল উদ্ধার করতে সক্ষম হয়েছি। তাদের থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এর সাথে আ কেউ জড়িত থাকলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।


আরো সংবাদ



premium cement