২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে ইউপি চেয়ারম্যান নিহত

- ছবি : নয়া দিগন্ত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নইম উদ্দীন সেন্টুকে (৬০) গুলি করে হত্যা করা হয়েছে।

সোমবার দুপুর ১২টার দিকে ফিলিপনগর ইউনিয়ন পরিষদ ভবনে অফিস করা অবস্থায় দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে।

সূত্রে জানা গেছে, তিনি বেলা ১১টার দিকে ইউপি কার্যালয়ে এসে কাজ করছিলেন। দুপুর ১২টার দিকে মুখে কাপড় বাঁধা অবস্থায় চারজন যুবক দু’টি মোটরসাইকেলে করে সেখানে পৌঁছে তাকে গুলি করে তার হত্যা নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করেন। চেয়ারম্যান সেন্টুর মৃত্যুর খবরে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে।

স্থানীয়রা জানান, সেন্টু চেয়ারম্যান এলাকার জনপ্রিয় একজন চেয়ারম্যান। তিনি ইতোপূর্বে উপজেলা বিএনপির সহ-সভাপতি ছিলেন। আওয়ামী লীগ সরকারের সময় তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন না। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান প্রার্থী হয়ে পর পর তিন বার জয়ী হন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‘আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। কে বা কারা হত্যা করল বিষয়টি পর্যালোচনার পর জানা যাবে।


আরো সংবাদ



premium cement