শিবির নেতা-কর্মীদের ক্যাম্পাসে ইসলামের সুমহান আদর্শ তুলে ধরতে হবে : কেন্দ্রীয় সভাপতি
- যশোর অফিস
- ২৭ সেপ্টেম্বর ২০২৪, ২০:২৮
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, শিবিরের প্রত্যেক নেতা-কর্মীকে তাকওয়াবান মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। সাধারণ মানুষকে ভালোবেসে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করতে হবে।
নেতা-কর্মীদের নৈতিক প্রশিক্ষণ গ্রহণের নির্দেশনা দিয়ে তিনি বলেন, ক্যাম্পাসগুলোতে তরুণ ছাত্রসমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রেখে ইসলামের সুমহান আদর্শের পরিচয় তুলে ধরতে হবে। পাশাপাশি ক্যাম্পাসগুলোতে শান্তি প্রতিষ্ঠায় প্রত্যেক জনশক্তিকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
শুক্রবার বিকেলে যশোর জেলা পরিষদ মিলনায়তনে সংগঠনের যশোর অঞ্চলের সাথী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় ব্যবসায় শিক্ষা সম্পাদক ও যশোর অঞ্চলের পরিচালক সালাহউদ্দীনের সভাপতিত্বে বক্তৃতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর শহর সাংগঠনিক জেলার আমির অধ্যাপক গোলাম রসূল, জেলা পূর্বের আমির মাওলানা আব্দুল আজিজ, জেলা পশ্চিমের আমির মাওলানা হাবিবুর রহমান, ছাত্রশিবিরের খুলনা মহানগরের সাবেক সভাপতি সাঈদুর রহমান সাঈদ, যশোর শহর সাংগঠনিক জেলার সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহমান সোহাগ, এইচএম শামীম, অ্যাডভোকেট আজহারুল ইসলাম, আলমগীর হোসেন, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, মোহাম্মদ নুরুজ্জামান ও জেলা পূর্বের সাবেক সভাপতি আশিকুর রহমান।
কুরআনের দারস পাঠ করেন জামায়াতের যশোর শহর সাংগঠনিক জেলার সহকারী অর্থ সম্পাদক আহসান কবির।
এ সময় উপস্থিত ছিলেন- ছাত্রশিবিরের যশোর জেলা পূর্বের সভাপতি রাকিব হাসান, জেলা পশ্চিমের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, নড়াইল জেলা সভাপতি মেহেদী হাসান, মাগুরা জেলা সভাপতি আশিক খান প্রমুখ। পরিচালনা করেন ছাত্রশিবিরের যশোর শহর সাংগঠনিক জেলার সেক্রেটারি আহমেদ ইবরাহিম।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা