২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১, ২১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

বেনাপোলে ২৩০০ গ্রাম স্বর্ণ জব্দ, গ্রেফতার ১

বেনাপোলে ২৩০০ গ্রাম স্বর্ণ জব্দ, গ্রেফতার ১ - ছবি : ইউএনবি

বেনাপোল দিয়ে ভারতে স্বর্ণ পাচারের অভিযোগে কদম আলী নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার থেকে ২ কেজি ৩০০ গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণের বার জব্দের দাবি করেছে বর্ডার গার্ড বাংলদেশ (বিজিবি)।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বেনাপোলের কাঁচাবাজার এলাকা তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কদম আলী (৩৫) বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আজিজুর রহমানের ছেলে।

বিজিবি জানায়, স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচারের উদ্দেশে এক পাচারকারী বেনাপোল কাঁচাবাজার এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল সেখানে অভিযান চালিয়ে কদম আলী নামে এক পাচারকারীকে হাতেনাতে গ্রেফতার করে। পরে তাকে তল্লাশি করে পাঁচটি স্বর্ণের বার পাওয়া যায়।

জব্দ করা স্বর্ণের বাজারমূল্য প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা বলে জানায় বিজিবি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, এক স্বর্ণ পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দ করা স্বর্ণের বারগুলো সরকারি ট্রেজারি শাখায় জমা দেয়া হয়েছে। সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
'ছাত্র-জনতার ঐক্য নষ্ট করার জন্য একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে' ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরাত মাহফিল, বিতর্ক কেন লোহার খাঁচা থেকে রাজ সিংহাসন সৎ মানুষরাই জামায়াতের রাজনীতির সাথে সম্পৃক্ত : ড. মাসুদ অটিজম প্রতিরোধে করণীয় সকল ভেদাভেদ ভুলে দ্বীন কায়েমে ঐক্যবদ্ধ হতে হবে : রফিকুল ইসলাম খান চাকরিতে বঞ্চিতদের প্রতিকার পেতে আবেদন করার পরামর্শ জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৭০ দিন পর খুলল আবাসিক হল, গণরুম বন্ধের ঘোষণা বেরোবি ভিসির তুরাবের হত্যাকারী ওসিকে ছেড়ে দেয়ায় পুলিশ সুপার ও ওসির প্রত্যাহার দাবি পূজা উদযাপনে সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকবে পুলিশ : ডিএমপি কমিশনার সকল শহীদ-আহতদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হবে : নাহিদ ইসলাম

সকল