২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

শৈলকূপায় নিখোঁজের ৩ দিন পর শিক্ষার্থীর লাশ উদ্ধার

শৈলকূপায় নিখোঁজের ৩ দিন পর শিক্ষার্থীর লাশ উদ্ধার - ছবি : নয়া দিগন্ত

ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় তিথি নামের এক শিক্ষার্থীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে দুধসর গ্রামের মেহগনি বাগানের পাশে থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত শিক্ষার্থী ওই গ্রামের মিঠু হোসেনের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ‘বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে তিথি নিখোঁজ হয়। পরিবারের সদস্যারা তাকে খোঁজাখুঁজি করেও পায়নি। পরে এ ঘটনায় শৈলকূপা থানায় একটা সাধারণ ডায়েরি (জিডি) করে তার পরিবার।’

এলাকাবাসীরা জানায়, ‘গ্রামের মেহগনি বাগানের পাশে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তিথির লাশ পড়ে থাকে। পরে পুলিশকে খবর দিলে এসে তার লাশ উদ্ধার করে।’

তিথির বাবা মিঠু জানান, ‘আমার মেয়ে বৃহস্পতিবার থেকে নিখোঁজ হয়েছে। অনেক খোঁজাখুঁজি করেছি কোথাও পাইনি। আজ তার লাশ উদ্ধার করা হয়। বাড়িতে তার সাথে কোনো ঝগড়া হয়নি। তবে আমার সন্দেহ কেউ তাকে ধরে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমার মেয়েকে যারা হত্যা করেছে আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচার দাবি করছি।’

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, তিথি নিখোঁজের তিন দিন পর তার পরিবারের পক্ষ থেকে আজ সকালে একটা জিডি করা হয়েছে। পরে খবর পেয়ে তারা লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement
ইউপি চেয়ারম্যান-মেম্বাররা আ’লীগের বড় দোসর : রিজভী বিটিভির নতুন মহাপরিচালক মাহবুবুল আলম জাতিসঙ্ঘ বাংলাদেশে সংস্কার ও বন্যা পুনর্বাসন ব্যবস্থায় সহযোগিতা দেবে দ্রুত দৃশ্যমান উন্নয়নের প্রতিশ্রুতি নবনিযুক্ত রামেবি ভিসির গুমের অভিযোগ দাখিল করতে হবে ৩০ সেপ্টেম্বরের মধ্যে দিসানায়েককে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ঘোষণা নবীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩ তারেক রহমানকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে অব্যাহতি বাংলাদেশে এখন ২২৯টি বিশ্বব্যাপী স্বীকৃত পরিবেশবান্ধব পোশাক কারখানা রয়েছে জাবির সাবেক ছাত্রলীগ নেতা হত্যার ঘটনায় শিক্ষার্থী গ্রেফতার নতুন বাংলাদেশে নিজের দিকে তাকাই

সকল