২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

জীবননগরে ধান ওড়াতে গিয়ে নারীর মৃত্যু

জীবননগরে ধান ওড়াতে গিয়ে নারীর মৃত্যু - ছবি : নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার জীবননগরে ধান ওড়নানোর সময় মেশিনে কাপড় পেঁচিয়ে খোদেজা খাতুন (৫২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পৌর শহরের সুবলপুরে বোনের বাড়িতে বেড়াতে এসে এ ঘটনা ঘটে।

নিহত খোদেজা খাতুন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলরামপুর গ্রামের মরহুম জাকারিয়ার স্ত্রী।

নিহতের পারিবারিক সূত্র জানায়, খোদেজা খাতুন কয়েক দিন আগে জীবননগর পৌর শহরের সুবলপুরে বোনের অসুস্থ ছেলে আশাদুল হককে দেখতে আসেন।

এ অবস্থায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে আশাদুল হকদের বাড়ির উঠানে ইঞ্জিন চালিত পাওয়ার টিলারের সাথে স্টিলের বড় খাঁচা ছাড়া ফ্যান লাগিয়ে বাতাস সৃষ্টি করে ধান ওড়াচ্ছিল। খোদেজা খাতুন বোনের কাজে এ সময় সহযোগীতা করতে যান এবং অসাবধানতাবশত এক সময় তার পরনের কাপড় ধান ওড়ানো ফ্যানের সাথে জড়িয়ে গিয়ে মারাত্মকভাবে আহত হন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে জীবননগর হাসপাতালে নেয়ার আগেই প্রচণ্ড রক্তক্ষরণে মারা যান।

জীবননগর থানার অফিসার ইনচার্জ এস এম জাবীদ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনার ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। কোনো আপত্তি না থাকায় লাশ পরিবারের কাছে বিধি মোতাবেক হস্তান্তর করা হয়ছে।


আরো সংবাদ



premium cement