২২ জানুয়ারি ২০২৫, ০৮ মাঘ ১৪৩১, ২১ রজব ১৪৪৬
`

পিএসসি’র ক্যাডারভুক্ত ও নন-ক্যাডার কর্মকর্তাদের বিভাগীয় পরীক্ষা স্থগিত

পিএসসি’র ক্যাডারভুক্ত ও নন-ক্যাডার কর্মকর্তাদের বিভাগীয় পরীক্ষা স্থগিত - ফাইল ছবি

বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডারভুক্ত ও নন-ক্যাডার কর্মকর্তাদের ১ম অর্ধ-বার্ষিকী বিভাগীয় পরীক্ষা, জুন-২০২৪ এবং জাতীয় সংসদ সচিবালয়ের ব্যক্তিগত কর্মকর্তা পদের ব্যাবহারিক পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

শনিবার রাতে পিএসসি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, অনিবার্য কারণে আগামী ১৭ থেকে ২৩ সেপ্টেম্বর তারিখ পর্যন্ত অনুষ্ঠেয় বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডারভুক্ত ও নন-ক্যাডার কর্মকর্তাদের ১ম অর্ধ-বার্ষিকী বিভাগীয় পরীক্ষা, জুন-২০২৪ এবং জাতীয় সংসদ সচিবালয়ের ‘ব্যক্তিগত কর্মকর্তা’ (১০ম গ্রেড)-এর আগামী ১৫, ১৭, ১৮ এবং ১৯ সেপ্টেম্বর তারিখের ব্যাবহারিক পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হলো। পরীক্ষার সময়সূচি পরবর্তী সময়ে বিপিএসসির ওয়েবসাইট ও পত্রিকার মাধ্যমে জানানো হবে।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement