২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

অল্প দিনেই জুতার ব্যবসায় যেভাবে সফলতা পেলেন এই আলেম

নিজের প্রতিষ্ঠানে মুফতি মোহাম্মদ আইয়ুব - ছবি : নয়া দিগন্ত

পথচলার শুরু মাত্র দু’বছর হলো। এরই মধ্যে কোম্পানিটির সাফল্য ঈর্ষণীয়। এখনো ছোট পরিসরে কাজকর্ম চললেও প্রাপ্তির তালিকাটা বেশ আশাজাগানিয়া। কোম্পানির উল্লেখযোগ্য প্রাপ্তিটি হলো–যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একটি গিফট আইটেমের কাজ পাওয়া।

বলছিলাম- ইনসাফ লেদারের কথা। আজ থেকে দুই বছর আগে কওমি আলেম মুফতি মোহাম্মদ আইয়ুব মাত্র আট হাজার টাকা হাতে নিয়ে এর সূচনা করেন। এখন তার অধীনে বেশ কিছু শ্রমিক কাজ করছেন এবং ব্যবসার পরিধিটিও বেড়েছে।

শিরোনামে শুধু জুতার কথা উল্লেখ করলেও ইনসাফের ব্যবসা মূলত চামড়া জাতীয় প্রায় সব আইটেমের–মানিব্যাগ, মোবাইল পার্স, বেল্ট, চাবির রিং ইত্যাদি প্রায় সব রকমের প্রোডাক্টই ইনসাফ তৈরি করে এবং প্রতিষ্ঠানটি তার পণ্যে শতভাগ চামড়া- এই গ্যারান্টি দেয়।

ইনসাফ লেদারের স্বত্ত্বাধিকারী মুফতি মোহাম্মদ আইয়ুব জানান, তারা পণ্যের মানে কোনো আপোষ করেন না। মানে তাদের যেকোনো পণ্যে শতভাগ চামড়া নিশ্চিত। তিনি মনে করেন–মানে আপোষহীনতাই মূলত সবার কাছে তাদের গ্রহণযোগ্য করে তুলেছে।

কিন্তু এত ভেজালের ভিড়ে কিভাবে তিনি ব্যবসায় এই সততা ঠিক রেখেছেন–এমন প্রশ্নের জবাবে মুফতি মোহাম্মদ আইয়ুব বলেন, সারাজীবন কওমি মাদরাসায় পড়েছি। সেখানে একাডেমিক শিক্ষার চেয়ে সততা শিক্ষার ওপর জোর দেয়া হয় বেশি। আমি যদি যাপিত জীবনে সেটাই বাস্তবায়ন করতে না পারি, তাহলে আমার পড়ালেখার মানেটা কী?

মুফতি আইয়ুব জানালেন, তার ব্যবসায় শুধু পয়সা কামানোটাই উদ্দেশ্য নয়; বরং তিনি এটি দিয়ে কওমি অঙ্গনে একটি বিপ্লব সৃষ্টি করতে চান।

কিন্তু কী রকম সেই বিপ্লব–এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ছোটবেলা থেকে দেখে আসছি–মাদরাসাগুলো কোরবানির চামড়ার দাম পায় না। ট্যানারি সিন্ডিকেটের কাছে তারা অনেকটাই অসহায় হয়ে কম মূল্যে চামড়া বিক্রি করতে বাধ্য হয়। আমি সেটার পরিবর্তন চাই। মানে আমিও ট্যানাড়ি গড়ব ইনশাআল্লাহ। এরই মধ্যে বেশ কয়েকজন আলেম এ লক্ষ্যে চামড়া ব্যবসায় নেমেছেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

শুধু তাই নয়; যারা সততার সাথে ব্যবসা করতে চান–এমন কওমি পড়ুয়াদের কর্মসংস্থানের কথাও ভাবছেন মুফতি মোহাম্মদ আইয়ুব। তিনি বললেন, কওমি পড়ুয়াদের কর্মসংস্থান ও মাদরাসাগুলো যেন চামড়ার নায্যমূল্য পায়–সেই লক্ষ্যেই মূলত আমার ব্যবসায় নামা। আশা করি এক্ষেত্রে সবার দোয়া ও সহযোগিতা পাব।


আরো সংবাদ



premium cement
সাঙ্গু নদীতে নৌকা বাইচের মাধ্যমে শুরু হলো বান্দরবানে সপ্তাহব্যাপী ক্রীড়া মেলা ফার্মগেটে ৭ তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে ইউক্রেনের ডনেটস্ক অঞ্চলের গ্রামগুলো নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া পর্ণো তারকাকে অর্থ দেয়ার মামলা খারিজের আবেদনের অনুমতি পেলেন ট্রাম্প দোহারে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর নামে ছাত্রলীগ নেতার মামলা ‘কোরআন-সুন্নাহর আদর্শ ছাড়া আলেমদের জন্য রাজনীতি জায়েজ নেই’ চীনা দূতাবাসের আউটস্ট্যান্ডিং পার্টনার অ্যাওয়ার্ড অর্জন অ্যাবকার ঢাবির রাজনীতিবিষয়ক বিশেষ কমিটির কার্যক্রম শুরু রোববার রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিকদের বিক্ষোভ রেহানার সুরের মূর্ছনায় হেমন্তের এক মুগ্ধ সন্ধ্যা একুশে বইমেলায় স্টলভাড়া কমানোর দাবি

সকল