২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বাংলাদেশ রেলওয়ে নিয়োগ : মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ

বাংলাদেশ রেলওয়ে নিয়োগ : মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ - ছবি : সংগৃহীত

সম্প্রতি বাংলাদেশ রেলওয়েতে জনবল নিয়োগের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে সহকারী স্টেশন মাস্টার পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণের তারিখ প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ অক্টোবর থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে। চলবে ১৭ অক্টোবর পর্যন্ত। এতে মোট পরীক্ষার্থীর সংখ্যা তিন হাজার ৬৩৫। রাজধানী ঢাকায় বাংলাদেশ রেলওয়ে ভবনে পরীক্ষা নেয়া হবে। সকাল সাড়ে ৮টা থেকে পরীক্ষা শুরু হবে। প্রতিদিন চারটি গ্রুপে পরীক্ষা নেয়া হবে। প্রতি গ্রুপে পরীক্ষার্থীর সংখ্যা ৬০ জন।

উল্লেখ্য, ৫ সেপ্টেম্বর সহকারী স্টেশন মাস্টার পদে লিখিত পরীক্ষার (এমসিকিউ) ফলাফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন তিন হাজার ৬৩৫ জন।

মৌখিক পরীক্ষার সময়সূচি এই লিংকে দেখা যাবে। 


আরো সংবাদ



premium cement