ভ্রমণপিপাসুদের জন্য চাকরি : বেতন ১৫ লাখ
- নয়া দিগন্ত অনলাইন
- ১৫ সেপ্টেম্বর ২০২২, ১৬:০৮
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গ্লোবাল অ্যালিয়েন্স ফর ইম্প্রুভমেন্ট নিউট্রিশন (গেইন)। সুইজারল্যান্ডভিত্তিক এ প্রতিষ্ঠানটি তাদের চট্টগ্রামে চলমান প্রজেক্টের জন্য জনবল নিয়োগ দেবে।
আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : টেকনিক্যাল কো-অর্ডিনেটর (নিউট্রিশন গভর্নেন্স)।
পদসংখ্যা : নির্ধারিত না।
আবেদন যোগ্যতা : গভর্নমেন্ট অ্যান্ড পলিটিকাল সায়েন্স, ইন্টারন্যাশনাল রিলেশনশিপ, ডেভেলপমেন্ট স্টাডিজ, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা সমপর্যায়ের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এছাড়া চট্টগ্রামের আর্থসামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক বিষয়ে সম্যক জানাশোনা থাকতে হবে।
অভিজ্ঞতা : আবেদনের ক্ষেত্রে জাতীয় বা আন্তর্জাতিক সংস্থায় চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
অগ্রাধিকার : ফুড সিস্টেমের নিউট্রিশন প্রজেক্টে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে। ডাটা অ্যানালাইসিস ও রিপোর্ট রাইটিংয়ে পারদর্শী হতে হবে।
বেতন : বছরে ১৫ লাখ ৫৫ হাজার ৫৮৪ থেকে ১৭ লাখ ৭৭ হাজার ৬০৮ টাকা।
সুযোগ-সুবিধা : বছরে ৩৭ দিন ছুটি (বার্ষিক ছুটি, সরকারি ছুটি ও অফিস ছুটি), পেনশন স্কিম এবং স্বাস্থ্য, ভ্রমণ ও জীবনবীমা, ছুটি ভাতা ও প্রশিক্ষণের সুবিধা দেয়া হবে।
চূড়ান্ত নিয়োগের পর চট্টগ্রামে কাজ করতে হবে। এছাড়া প্রতিনিয়ত খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি প্রজেক্ট ভ্রমণের মানসিকতা থাকতে হবে।
আবেদনের শেষ তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২২।
আবেদন করবেন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা