২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

একাধিক পদে লোক নিচ্ছে বিসিক

একাধিক পদে লোক নিচ্ছে বিসিক - প্রতীকী ছবি

সম্প্রতি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশনের (বিসিক) নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি একাধিক পদে লোকবল নিয়োগ দিচ্ছে।

পদের নাম : প্রোগ্রামার।

পদসংখ্যা: ১।

আবেদন যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ চার বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি।

এছাড়াও কোনো সরকারি/ স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত/ সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সিনিয়র কম্পিউটার অপারেটর/ সহকারী প্রোগ্রামার/ সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে অন্যূন চার বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল : ৩৫ হাজার ৫০০ থেকে ৬৭ হাজার ১০ টাকা

পদের নাম : সম্প্রসারণ কর্মকর্তা।

পদসংখ্যা : ১৫।

আবেদন যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।

বেতন স্কেল : ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা (গ্রেড-৯)

পদের নাম : প্রমোশন কর্মকর্তা।

পদসংখ্যা : ৯।

আবেদন যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্তত দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।

বেতন স্কেল : ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা (গ্রেড-৯)

পদের নাম : বাজেট অফিসার।

পদসংখ্যা : ১।

আবেদন যোগ্যতা : হিসাববিজ্ঞান/ ব্যাংকিং/ ফাইন্যান্স/ ব্যবসা প্রশাসন/ অর্থনীতি/ পরিসংখ্যান বিষয়ে অন্তত দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

বেতন স্কেল: ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা (গ্রেড-৯)।

পদের নাম : নিরীক্ষা কর্মকর্তা।

পদসংখ্যা : ১।

আবেদন যোগ্যতা : হিসাববিজ্ঞান/ ব্যাংকিং/ ফাইন্যান্স/ ব্যবসা প্রশাসন/ অর্থনীতি/ পরিসংখ্যান বিষয়ে অন্তত দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

বেতন স্কেল : ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা (গ্রেড-৯)।

পদের নাম : ঊর্ধ্বতন নকশাবিদ।

পদসংখ্যা : ২।

আবেদন যোগ্যতা : ফাইন আর্টসে অন্তত দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি থাকতে হবে।

বেতন স্কেল : ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা (গ্রেড-৯)।

পদের নাম : সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার।

পদসংখ্যা : ১।

আবেদন যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

বেতন স্কেল : ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা (গ্রেড-৯)।

পদের নাম : সহকারী প্রোগ্রামার।

পদসংখ্যা : ১।

আবেদন যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

বেতন স্কেল : ২২ হাজার ৫৩ হাজার ৬০ টাকা (গ্রেড-৯)।

পদের নাম : কারিগরি কর্মকর্তা।

পদসংখ্যা : ৪।

আবেদন যোগ্যতা : অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাস হতে হবে।

বেতন স্কেল : ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা (গ্রেড-১০)

পদের নাম : নকশাবিদ।

পদসংখ্যা : ২।

যোগ্যতা ও অভিজ্ঞতা : সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি থাকতে হবে।

বেতন স্কেল : ১২ হাজার ৫০০ থেকে ৩০ হাজার ২৩০ টাকা (গ্রেড-১১)

পদের নাম : কম্পিউটার অপারেটর।

পদসংখ্যা : ৩।

আবেদন যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

বেতন স্কেল : ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা (গ্রেড-১৩)।

পদের নাম : ক্যাশিয়ার।

পদসংখ্যা : ১।

আবেদন যোগ্যতা : বাণিজ্য বিষয়ে অন্তত স্নাতক ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন অন্যান্য বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের বিবেচনা করা যেতে পারে।

বেতন স্কেল : ১০ হাজার ২০০ থেকে ২৪ হাজার ৬৮০ টাকা (গ্রেড-১৪)

পদের নাম : ড্রাফটসম্যান।

পদসংখ্যা : ১।

আবেদন যোগ্যতা : সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাস হতে হবে।

বেতন স্কেল : ১০ হাজার ২০০ থেকে ২৪ হাজার ৬৮০ টাকা (গ্রেড-১৪)

পদের নাম : করণিক তথা কম্পিউটার মুদ্রাক্ষরিক।

পদ সংখ্যা : ১৯।

আবেদন যোগ্যতা : এইচএসসি পাস হতে হবে। প্রতি মিনিটে ইংরেজি মুদ্রাক্ষরে ৩০ শব্দ ও বাংলায় ২০ শব্দের গতি থাকতে হবে। মুদ্রাক্ষরে প্রয়োজনীয় গতি থাকলে বিভাগীয় প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস পর্যন্ত শিথিলযোগ্য।

বেতন স্কেল: ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা (গ্রেড-১৬)

পদের নাম : প্রধান বাবুর্চি।

পদসংখ্যা : ১।

আবেদন যোগ্যতা : অষ্টম শ্রেণি পাস। উন্নতমানের রান্না করার কাজে অন্তত পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল : আট হাজার ৮০০ থেকে ২১ হাজার ৩১০ টাকা (গ্রেড-১৮)

পদের নাম : ফিল্ড স্টাফ।

পদসংখ্যা : ১।

আবেদন যোগ্যতা : অষ্টম শ্রেণি পাস। সংশ্লিষ্ট কাজে অন্তত পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল : আট হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা (গ্রেড-২০)

পদের নাম : টেকনিক্যাল হেলপার।

পদসংখ্যা : ৩।

আবেদন যোগ্যতা : অষ্টম শ্রেণি পাস। অভিজ্ঞ/প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিদের অগ্রাধিকার দেয়া হবে।

বেতন স্কেল : আট হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা (গ্রেড-২০)

বয়সসীমা : ২০২২ সালের ১ আগস্ট এক থেকে ১১ নম্বর পদের জন্য উল্লিখিত বয়সসীমা প্রযোজ্য হবে। ১২ থেকে ১৭ নম্বর পদের জন্য বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সময়সীমা ১৮ থেকে ৩২ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর।

আবেদন যেভাবে : আগ্রহীরা http://bscic.teletalk.com.bd/ এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের সময়সীমা : ৮ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর ২০২২, বিকেল ৫টা পর্যন্ত।


আরো সংবাদ



premium cement