২২ জানুয়ারি ২০২৫, ০৮ মাঘ ১৪৩১, ২১ রজব ১৪৪৬
`
শাহাবুদ্দীন নাগরী

একধরনের কৌশল

-

তুমি কিছুই বলবে না
কেননা আমি এখনো কিছু বলিনি,
আমি বললে তুমি বলবে,
তোমার কণ্ঠস্বর গাঢ় হবে,
ফ্রিজের আইসকিউবের মতো
ভাসমান শব্দগুলো
গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে মুখের ভেতর,
আমি শুনতে শুনতে উটপাখির মতো
মুখ লুকোব সভ্যতার গুহায়,
গহিন অন্ধকারে,
কোনো তিরন্দাজ আমাকে খুঁজেই পাবে না।


আরো সংবাদ



premium cement