০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`
খৈয়াম কাদের

জলপরীদের কোলে

-

এ নদীর জল ঢেউ স্রোত পাড় এবং কাছার
সবাই আমাকে চেনে, আমিও জানি তাদের সব সমাচার
এর সাথে কেটেছে আমার শৈশব যৌবন পরিণত কাল
এর বুকে কেটেছি সাঁতার আমি, ধরেছি নৌকার হাল!
হিমালয়-পাদদেশে এই যে বইছে এই ভাটি যমুনা
এ নদী আমার জীবন-গাথা, এ নদী আমার খোদ-ঠিকানা!

একে দেখতে দেখতে এর প্রেমে পড়ে গেছি
এর চরে মাটি খুঁড়ে যুগযুগান্ত জুড়ে এই তো বেঁচে আছি
বর্ষায় দেখেছি একে দীঘলকান্দির প্রেমযমুনার ঘাটে
দেখেছি কালিতলায় বৈকালিক রোমাঞ্চের মুখরিত হাটে
নানান খেয়াঘাটে জামথল মানিকদাইর গুঠাইল-পাড়ে
জলেভাসা চর ছুঁয়ে ছুঁয়ে ঘুরেছি এ নদীর এপার-ওপারে!

ভাটি এ যমুনা নদী আগ্রা থেকে বহু বহু দূরে
প্রেম-সম্রাটের কোনো তাজমহলও নেই এর তীরে
তবুও হৃদয়ে আমার সুরের ঝর্ণা বয়ে চলে ঢেউয়ের দোলে
জলের মাছ ও চরের পাখিরা নাচে জলপরীদের কোলে


আরো সংবাদ



premium cement