০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`
আশরাফ হাসান

প্রত্যাশা ও ঝিঁঝিঁ-কলরব

-

প্রত্যাশার শবগুলো ভিড় করেছে
যেন নিকোটিন ওম দিচ্ছে চা-সহচর
নীলাভ দিগন্ত বেয়ে নামছে এসিড বিষ্টি
কোটি আলোকবর্ষ ভেদ করে আসে না নাক্ষত্রিক রাত
ভুলভাল ভূগোল ধরিয়ে দিয়ে হাওয়ায় মিলিয়ে যায় নটবর
ফ্যাসিজম উরুসন্ধিতে ধরে আছে প্রত্যাশার লাশ

হাইভোল্ট দিবসগুলো নিভতে থাকে
নাট্যমঞ্চের ফ্ল্যাশলাইটের মতো
স্বপ্নবিবস সুখপাখিদের ঝরতে থাকে পালক
একমুঠো জ্যোৎস্নার বিচূর্ণ কাচ উড়তে থাকে
স্যুররিয়েলিস্ট অস্তিত্বের অন্তরিক্ষে

এ ক্যামন খাপখোলা কষ্টের অভিঘাত
শাণিত প্রত্যয়ে ঢালে সুঠাম নৈরাশ্যের হুল

আন্তঃনগর ট্রেন ছেডেছে ঝিঁঝিঁ-কলরব প্ল্যাটফরম
সমুখে নীরব অরণ্যে ছড়ানো জীবনের লেন
শতবাঁক-ষোড়শীর মতো দাঁড়িয়ে আছে অন্ধকার ভ্রম


আরো সংবাদ



premium cement