২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

প্র শ্নো ত্ত র

-

প্রশ্ন : কর্জে হাসানা অথবা কাউকে দেয়া ধারের ওপর জাকাত প্রদেয় হবে কি না? Ñ মাহবুবা বিলকিস

মাওলানা লিয়াকত আলী : কাউকে কর্জে হাসানা বা ধার দেয়া অর্থের উপরেও জাকাত প্রদেয় হবে। মূলনীতি হচ্ছেÑ যে সম্পদে মালিকের মালিকানা বহাল থাকে, তা জাকাতযোগ্য সম্পদ বলে গণ্য হবে। যেহেতু করজ দিলেও তাতে করজদাতার মালিকানা বহাল থাকে, এ জন্য তা জাকাতযোগ্য সম্পদের অন্তর্ভুক্ত। বিশেষ করে যখন করজের প্রমাণ থাকে অথবা প্রমাণ না থাকলেও করজগ্রহীতা অস্বীকার না করে, তখন করজদাতার মালিকানা সন্দেহমুক্ত হয় এবং তা ফেরত পাওয়ার নিশ্চয়তা থাকে। এ জন্য তার ওপর জাকাত প্রদেয় হবে।


আরো সংবাদ



premium cement