২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ন ১৪৩০, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

প্র শ্নো ত্ত র

-

প্রশ্ন : নামাজের জামায়াতে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানোর কথা বলা হয়েছে। এখন তিন ফুট দূরত্বে দাঁড়িয়ে কাতার বেঁধে যে নামাজ হচ্ছে তা সহিহ হবে কি?
Ñ রাফসান রাফিদ

মাওলানা লিয়াকত আলী : নামাজের জামায়াতে মুক্তাদিদের পরস্পরে কাঁধে কাঁধ মিলিয়ে এবং মাঝখানে ফাঁক না রেখে কাতারবন্দী হতে তাগিদ দিয়েছেন আল্লাহর রাসূল সা:। দু’জনের মাঝখানে ফাঁকা থাকলে সেখানে শয়তান এসে দাঁড়ায় এবং মুসল্লির নামাজে বিভ্রান্তি ঘটায় বলে বর্ণিত আছে। তবে বর্তমানে যেহেতু বিশ্বব্যাপী একটি অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে, এজন্য এই নিয়ম ভাঙতে আমরা বাধ্য হচ্ছি। ওজরের কারণে অনেক কিছুই শিথিল হওয়া শরিয়তেরই নির্দেশিত। আল্লাহ রহমান রহিম। আমাদের অপারগতা ও বাধ্যতায় তিনি নিশ্চয়ই এই ব্যত্যয় ক্ষমা করবেন। তবে যখনই এই পরিস্থিতির উন্নতি আসবে, তখনই আমাদের আসল নিয়মে ফিরে যেতে হবে।


আরো সংবাদ



premium cement