২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

প্র শ্নো ত্ত র

-

প্রশ্ন : রোজার নিয়ত কি মুখে উচ্চারণ করে পড়তে হবে, নাকি মনের নিয়তই যথেষ্ট? আর যদি মুখে নিয়ত করতে হয়, তাহলে কি আরবিতে নির্দিষ্ট কোনো নিয়ত করতে হবে?
ড. খোন্দকার আবদুল্লাহ জাহাঙ্গির : রোজার নিয়ত মুখে করতে হবে না, নিয়ত মূলত হৃদয়ের বিষয়। যেভাবে নিয়ত বানানো হয়েছে এগুলো হাদিসে নেই।
প্রশ্ন : আমি প্রত্যেক সপ্তাহে দুটি সওম করি (সোম ও বৃহস্পতি)। আমার সাহরি হলোÑ রাতে স্টাডি শেষ করে সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে রাতের খাবার খেয়ে থাকি। রমজানের মতো আর আলাদা কোনো খাবার খাওয়া হয় না। আমার রোজার কি কোনো সমস্যা হবে?
ড. খোন্দকার আবদুল্লাহ জাহাঙ্গির : সিয়াম হবে। তবে শেষ রাতে সাহরি খাওয়া সুন্নত এবং সাহরি বরকতময় খাবার।
সূত্র : আস সুন্নাহ ট্রাস্ট


আরো সংবাদ



premium cement