জীবন বদলানোর টিপস : আনুগত্য
- মুফতি ড. ইসমাইল মেনক
- ০৯ মে ২০২০, ০১:০৫
[জিম্বাবুয়ের মুফতি ড. ইসমাইল মেনক এ সময়ের অন্যতম প্রসিদ্ধ ইসলামী স্কলার। তিনি মদিনায় ইসলামের ওপর উচ্চতর পড়াশোনা এবং অলডারগেট বিশ্ববিদ্যালয় থেকে সোশ্যাল গাইডেন্সের ওপর ডক্টরেট করেছেন। টুইটারে কোভিড-১৯ এর লকডাউনের সময় অনুশীলনের জন্য গিফট করা দু’টি বইয়ে জীবনাচরণের বিভিন্ন মৌলিক বিষয়ে তিনি সহজ সরল কিছু টিপস দিয়েছেন। লকডাউন গিফটের জীবন বদলানোর নবম আলোচনা হলোÑ আনুগত্য। পরিচ্ছেদটি আজ। অনুবাদ করেছেন মাসুমুর রহমান খলিলী।]
বন্ধুত্ব আনুগত্য তৈরি করে। বন্ধুরা আপনার সাথে জীবনের সবচেয়ে অন্ধকার এবং বাজে সময়ে সাথে থাকেন। আপনি সর্বদা তাদের কাছে ঋণী থাকবেন।
কঠিন সময়ে বন্ধুত্ব পরীক্ষার আগ পর্যন্ত কখনই আপনি জানতে পারবেন না যে, কে আপনার প্রকৃত বন্ধু। এমন বন্ধু যিনি অন্যকে তুলে নেবেন এবং তাদের অন্ধকার দিনগুলোতে সহায়তা করবেন।
কেউ বলেনি এই জীবন সহজ ছিল। এই সময়ে, বরং এটিকে রুক্ষই বলা যেতে পারে। এই প্রতিকূলতার মধ্যেও যারা আপনার পাশে এসেছিলেন তাদের লালন করুন। যারা চলে গেছেন তাদের ক্ষমা করুন।
কষ্টের মুখোমুখি হওয়ার সময়, অনেকে আপনাকে ছেড়ে চলে যাবে। এটাই স্বাভাবিক। তবে যেটি সবচেয়ে বেশি ব্যথিত করে তা হলোÑ আপনি যাকে বন্ধু বলে মনে করেছিলেন তাদের কাছ থেকে নীরবতা এবং বিশ্বাসঘাতকতা।
শেষ পর্যন্ত মনে রাখবেন, নির্ভরতার সম্পর্ক সবসময় আপনার এবং সর্বশক্তিমানের মধ্যে থাকে। সত্য হলো, তিনিই একমাত্র সত্যিকারের দেখাশোনা করেন আপনার। তাঁর ওপর আস্থা স্থাপনকে বেছে নিন।
আপনি যদি কারো সাথে বসবাস না করে থাকেন, তাদের সাথে কারবার করেছেন অথবা তাদের সাথে ভ্রমণ করেছেন, তবে আপনি তাদের খুব ভালো করে চেনার দাবি করতে পারবেন না।
যারা আপনার দুর্বলতা জানেন কিন্তু আপনার শক্তিকেই মূল্য দেন, তাদের গুরুত্ব দিন। আপনার ভয় সম্পর্কে জানেন তবে আপনার বিশ্বাসকে বজায় রাখেন। এ ধরনের ইতিবাচক অন্তরগুলোকে খুঁজে নিন।
আপনি যাদের সাহচর্যে কাটান তার একটি বড় প্রভাব থাকবে আপনার জীবন যাপনের ওপর । আপনি নিশ্চিত হয়ে নিন, সঠিক লোকের সাথে সাহচর্য করছেন। জ্ঞানবুদ্ধি খাটিয়ে তাদের পছন্দ করুন।
আপনার কথাটি আপনি রক্ষা করুন, তবে অন্যের কাছ থেকে এটি আশা করবেন না। মানুষের জন্য ভালো হন তবে একই আচরণ অন্যের কাছে প্রত্যাশা করবেন না। এটি বুঝতে চেষ্টা করুন এবং আপনার অহেতুক ঝামেলার সময় শেষ হবে।
আপনার ভালো প্রতিবেশী অথবা সেরা বন্ধু কে আছে তা নিয়ে চিন্তা করবেন না। আপনার জন্য কৃপা আপনার নিজের। সর্বশক্তিমানের কাছে এর ওপর আপনার নাম আছে। এটি কেউ আপনার কাছ থেকে কেড়ে নিতে পারে না।
আমাদের আজকের সমস্যাটি হলোÑ আমরা অন্য কারো বেদনা ও কষ্ট অনুভব করা বন্ধ করে দিয়েছি। আমরা নিজেদের কাজেই নিজেরাই নিবিষ্ট। ফিরিয়ে আনুন সমবেদনা।
যে লোকেরা আপনাকে বারবার পিঠে ছুরিকাঘাত করে এবং তারপর এমন আচরণ করে যে, তার প্রতিই অন্যায় করা হয়েছে, এসব লোক থেকে সাবধান থাকুন। এ ধরনের লোকদের এড়িয়ে চলাই ভালো।
যখন কেউ আপনাকে বিশ্বাস করেন এবং আপনার প্রতি আস্থা স্থাপন করেন, তখন তাকে সম্মান করুন। এর সাথে কোনোভাবেই বিশ্বাসঘাতকতা করবেন না। বিশ্বাস একবার ভেঙে গেলে টুকরোগুলো বাছাই করে জোড়া লাগানো কঠিন।
সত্যনিষ্ঠ আন্তরিক ব্যক্তিরা নিখুঁত হওয়ার ভান করে না। তারা বিচারে বসে যায় না অথবা পেছনে ছুরিকাঘাত করে না। এ ধরনের লোক একেবারে সাধারণ নয় তবে তারা এখনো আছে। তারাই প্রকৃত বন্ধু।
যারা তাদের পরিবার এবং বন্ধু-বান্ধবদের অনুপস্থিতিতে বিব্রতকর বা নির্মমভাবে কথা বলেন তবে তাদের উপস্থিতিতে সবচেয়ে ভালো লোক হওয়ার ভান করেন, সাবধান হোন তাদের কাছ থেকে।
এরপর কাল : জীবন বদলানোর টিপস : আত্মমর্যাদা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা