২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

প্র শ্নো ত্ত র

-

প্রশ্ন : কেন মুসলমান নারীরা মসজিদে নামাজ আদায় করতে পারবেন না?
Ñএনামুল হক
মাওলানা লিয়াকত আলী : আল্লাহর রাসূল সা:-এর সময়ে মুসলিম নারীরা মসজিদে নামাজের জামায়াতে উপস্থিত হতেন। তারা দাঁড়াতেন পেছনের সারিতে। আল্লাহর রাসূল সা: সালাম ফেরানোর পর কিছুক্ষণ বসে থাকতেন। পুরুষ সাহাবিরাও বসে থাকতেন। ইতোমধ্যে মহিলারা চলে যেতেন। এই অবস্থা অনেক দিন চালু ছিল। কিন্তু আস্তে আস্তে অবস্থার পরিবর্তন হতে থাকে। সমাজের নৈতিক মান নেমে যেতে থাকে। এমনকি স্বয়ং উম্মুল মুমিনিন হজরত আয়েশা সিদ্দিকা রা: এক পর্যায়ে মন্তব্য করেন, মহিলাদের এ অবস্থা আল্লাহর রাসূল সা: প্রত্যক্ষ করলে তাদের মসজিদে আগমন নিষিদ্ধ করতেন। এভাবে মসজিদে মহিলাদের উপস্থিতি নিরুৎসাহিত করা হতে থাকে। ফলে এটাই এখন প্রতিষ্ঠিত হয়ে গেছে যে, মসজিদে মহিলাদের উপস্থিতি ভালো নয়।
কিন্তু যেখানে এমন ব্যবস্থাপনা করা হয় যে, মহিলাদের প্রবেশ, অজু, অবস্থান, নির্গমন ইত্যাদি সম্পূর্ণ পৃথক থাকবে, সেখানে মহিলারা মসজিদে উপস্থিত হয়ে নামাজ আদায় করতে পারবেন। এসব ব্যবস্থা পৃথক করা না গেলে নৈতিক বিপর্যয়ের এ যুগে মহিলাদের জন্য বাড়িতে নামাজ আদায় করাই বেশি ভালো হবে।


আরো সংবাদ



premium cement