২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

প্র শ্নো ত্ত র

-

প্রশ্ন : শিরক ক্ষমার অযোগ্য অপরাধ। তবে ভুলক্রমে করলে তাকে কি মাফ করা হবে?
Ñআরবি হোসাইন

মাওলানা লিয়াকত আলী : কুরআন মজিদের একাধিক স্থানে এ মর্মে ইরশাদ হয়েছেÑ ‘নিশ্চয়ই আল্লাহ তাঁর সাথে শিরক করার অপরাধ ক্ষমা করবেন না। এ ছাড়া অন্যান্য পাপ তিনি যাকে ইচ্ছা ক্ষমা করবেন।’ তবে অনিচ্ছাকৃত পাপের পর তওবা করলে আল্লাহ ক্ষমা করবেন। তাই আশা করা যায়, শিরকের অপরাধও ভুলক্রমে হয়ে গেলে যদি তওবা করা হয়, তাহলে সেটাও আল্লাহ ক্ষমা করবেন।

প্রশ্ন- ইচ্ছাকৃতভাবে টুপি ছাড়া নামাজ পড়লে তা সহীহ হবে কি না?
-মো: সাখাওয়াত হোসাইন

মাওলানা লিয়াকত আলী- টুপি পরা ফরজ বা ওয়াজিব নয়। তাই টুপি ছাড়া নামাজ পড়লেও নামাজ সহীহ হয়ে যাবে। তবে টুপি পরা আল্লাহর রাসূলের একটি সুন্নত। তাই এটিকে অবহেলা বা অবজ্ঞা করা যাবে না। তেমনি টুপি ছাড়া নামাজ পড়ার অভ্যাস করাও ঠিক নয়। এমনিতেই মাঝে মধ্যে টুপি ছাড়া নামাজ আদায় করায় দোষ হবে না।


আরো সংবাদ



premium cement