আল কুরআনের বাণী
- ২৮ এপ্রিল ২০২০, ০০:০০
তিনিই জীবন ও মৃত্যু ঘটান
তিনিই তোমাদের সৃষ্টি করেছেন মাটি (মাটির মৌলিক উপাদান) থেকে, অতঃপর ফোঁটা আকৃতির বস্তু থেকে, তারপর কোনো স্থান হতে ঝুলে থাকা সদৃশ বস্তু থেকে, অতঃপর তোমাদের বের করে আনেন শিশুরূপে, তারপর তোমরা উপস্থিত হও তোমাদের যৌবনে, অতঃপর হয়ে যাও বৃদ্ধ; আর তোমাদের মধ্যে কারো মৃত্যু ঘটে তার পূর্বে, আর (যারা জীবিত থাকে) তারা যেন (বয়োবৃদ্ধির নিয়ম অনুযায়ী) নির্দিষ্ট সময় পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করতে পারো এবং যাতে তোমরা তোমাদের ঈড়সসড়হ ংবহংব {আল্লাহ প্রদত্ত সাধারণ (অপ্রমাণিত) জ্ঞান/বোধশক্তি}-কে (উৎকর্ষিত করে) ব্যবহার করতে পারো।
তিনি (তাৎক্ষণিকভাবে) জীবনদান করেন ও মৃত্যু ঘটান {আল্লাহর তৈরি প্রাকৃতিক আইন অনুযায়ী জীবন সৃষ্টি হয় ও মৃত্যু ঘটে}; অধিকন্তু যখন তিনি কিছু করার সিদ্ধান্ত নেন, তখন তিনি তার জন্য বলেন, ‘হও’ আর তখনই তা হয়ে যায়। (সূরা : আল মু’মিন: আয়াত ৬৭-৬৮)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা