প্র শ্নো ত্ত র
- ২৮ এপ্রিল ২০২০, ০০:০০
প্রশ্ন : মসজিদের প্রথম কাতার থেকে অপ্রাপ্ত বয়স্কদের জোর করে বা ধমক দিয়ে পেছনে পাঠিয়ে দেয়া কি ইসলাম সমর্থন করে? -রেদওয়ান আহমদ
মাওলানা লিয়াকত আলী : মহানবী সা: জামাতের সাথে এভাবে সালাত আদায় করতেন যে, প্রথম কাতারে দাঁড়াতেন প্রবীণ সাহাবায়ে কেরাম। অপেক্ষাকৃত কম বয়সীরা দাঁড়াতেন পরের কাতারে। বালকেরা এর পরের কাতারে। সবার পেছনের কাতারে দাঁড়াতেন নারী সাহাবিরা। শুধু তাই নয়, প্রথম কাতারে আল্লাহর রাসূলের ঠিক পেছনে দাঁড়াতেন হজরত আবু বকর, হজরত ওমর, হজরত উবাই ইবনে কা’ব প্রমুখ প্রবীণতম সাহাবি। আল্লাহর রাসূল সা: তাঁদের এভাবে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন বলে বর্ণনা করেছেন হজরত উবাই ইবনে কা’ব রা:। অতএব এভাবে কাতার করাই আল্লাহর রাসূলের আদর্শ। তবে এক দু’জন অপ্রাপ্ত বয়স্ক বা বালক প্রথম কাতারে দাঁড়ালে নামাজের কোনো ক্ষতি হবে না। বিশেষ করে যখন সে পবিত্রতা ও সালাতের গুরুত্ব অনুধাবনের যোগ্য হয়, তখন তার প্রথম কাতারে দাঁড়ানো নিষেধ নয়। তবুও যদি তাকে সরাতে হয়, তাহলে ¯েœহ মমতার সাথে বুঝিয়ে সরানো উচিত। ধমক দেয়া বা জোর করা মোটেই সমীচীন নয়। কেননা এতে তার কচি মনে সালাতের প্রতি আগ্রহ নষ্ট হতে পারে, যা অত্যন্ত ক্ষতিকর।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা