২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রাসূল সা:-এর কথা

-

মহামারীতে করণীয়
সাইয়েদা আইশা রা: বলেন, আমি একবার রাসূলুল্লাহ সা:কে মহামারী সম্পর্কে জিজ্ঞেস করি। উত্তরে তিনি বলেন, ‘মহামারী হলো, আজাব। যাদের ওপর ইচ্ছা, আল্লাহ এ আজাব পাঠান। পরিশেষে তিনি তা ঈমানদারদের জন্য রহমত বানিয়ে দেন এভাবে যে, কোনো বান্দা যদি মহামারী আক্রান্ত এলাকায় থাকে এবং সেসময় নিজ বাড়িতে ধৈর্য সহকারে, সাওয়াবের নিয়তে এ বিশ্বাস বুকে নিয়ে অবস্থান করে যে, আল্লাহ তায়ালা তাকদিরে যা চূড়ান্ত রেখেছেন, তার বাইরে কোনো কিছু তাকে আক্রান্ত করতে পারবে না, তাহলে তার জন্য রয়েছে একজন শহীদের সমপরিমাণ সাওয়াব।’ (মুসনাদে আহমদ, হাদিস নং : ২৬১৮২)


আরো সংবাদ



premium cement