রাসূল সা:-এর কথা : তাসবিহ
- ২৪ এপ্রিল ২০২০, ০০:০০
আবু হুরায়রা রা: থেকে বর্ণিত, তিনি বলেন, কিছু দরিদ্র লোক নবী সা:-এর কাছে এসে বললেন, সম্পদশালী ও ধনী ব্যক্তিরা তাদের সম্পদের দ্বারা উচ্চ মর্যাদা ও স্থায়ী আবাস লাভ করছেন, তারা আমাদের মতো সালাত আদায় করছেন, আমাদের মতো সিয়াম পালন করছেন এবং অর্থের দ্বারা হজ, উমরাহ, জিহাদ ও সাদকা করার মর্যাদাও লাভ করছেন। এ কথা শুনে রাসূল সা: বললেন, ‘আমি কি তোমাদের এমন কিছু কাজের কথা বলব, যা তোমরা করলে, যারা নেক কাজে তোমাদের চাইতে অগ্রগামী হয়ে গেছে, তাদের সমপর্যায়ে পৌঁছতে পারবে। তবে যারা পুনরায় এ ধরনের কাজ করবে তাদের কথা স্বতন্ত্র। তোমরা প্রত্যেক সালাতের পর ৩৩ বার করে তাসবিহ (সুবহানাল্লাহ) তাহমিদ (আলহামদুলিল্লাহ) এবং তাকবির (আল্লাহু আকবার) পাঠ করবে। (এ বিষয়টি নিয়ে) আমাদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হলো। কেউ বলল, আমরা ৩৩ বার তাসবিহ পড়ব। ৩৩ বার তাহমিদ আর ৩৩ বার তাকবির পড়ব। এরপর আমি তার কাছে ফিরে গেলাম। তিনি বললেন, ‘সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার’ বলবে। যাতে সবগুলোই ৩৩ বার করে হয়ে যায়।
(সহিহ বুখারি, হাদিস-৮০৩)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা