প্র শ্নো ত্ত র
- ২৩ এপ্রিল ২০২০, ০০:০০, আপডেট: ২২ এপ্রিল ২০২০, ২২:৩২
প্রশ্ন : কসম ভঙ্গের কাফফারা কিভাবে আদায় করতে হবে? Ñ রেদওয়ান আহমদ তুহিন
মাওলানা লিয়াকত আলী : কসম বা আল্লাহর নামে শপথ করার পর তা ভঙ্গের কাফফারা আদায় সম্পর্কে কুরআন মজিদে সূরা মায়েদার ৮৯ নম্বর আয়াতে নির্দেশনা এসেছে। ইরশাদ হয়েছেÑ ‘আল্লাহ তোমাদের অহেতুক শপথের জন্য পাকড়াও করবেন না। তবে পাকড়াও করবেন সেই শপথের জন্য, যা তোমরা মজবুত করে বাঁধো। অতএব, এটির কাফফরা হলো ১০ জন দরিদ্রকে খাবার প্রদান, মধ্যম মানের খাবার যা তোমরা নিজ পরিবারকে দিয়ে থাকো, অথবা তাদেরকে কাপড় প্রদান অথবা একজন ক্রীতদাস মুক্ত করা। তবে যে ব্যক্তি সামর্থ্য রাখে না, সে তিন দিন রোজা রাখবে। এটা তোমাদের শপথের কাফফরা, যখন তোমরা শপথ করবে। তোমরা নিজেদের শপথসমূহ রক্ষা করবে। এভাবে আল্লাহ তোমাদের জন্য স্বীয় নির্দেশ বর্ণনা করেন, যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো।’ এখান থেকে কসমের কাফফারা আদায়ের পদ্ধতি জানা গেল। তবে ১০ জন দরিদ্রকে খাবারের পরিবর্তে অর্থ দেয়া চলবে। আর তার সর্বনি¤œ পরিমাণ হলো ১০টি সদকায়ে ফিতরের সমান অর্থ। অর্থ আদায়ে সক্ষমতা না থাকলে তিনটি রোজা রাখতে হবে। বিশ্ব থেকে ক্রীতদাস প্রথা উঠে যাওয়ায় এখন কসমের কাফফারা আদায়ের দুটি পদ্ধতিই বহাল রয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা