২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

প্র শ্নো ত্ত র

-

প্রশ্ন : অজু বা গোসল করার পরেও মনে হয় প্রস্রাব নির্গত হয়। এই সন্দেহ নিয়ে নামাজ পড়লে কি নামাজ হবে?
মুফতি কাজী ইব্রাহিম : নবীজী সা: বলেছেন, ‘অজু করার পর যদি মনে হয় প্রস্রাব নির্গত হচ্ছে তাহলে হাতে একটু পানি নিয়ে লুঙ্গি বা পায়জামাতে ছিটিয়ে দাও।’ এতে মনের অছঅছা বা সংশয় দূর হয়ে যাবে। মাঝে মাঝে শয়তান মনে সন্দেহ জাগাবে যে, মনে হয় প্রস্রাব বের হচ্ছে। তাই পানি দিয়ে মনকে বুঝিয়ে দিন যে, পায়জামা বা লুঙ্গিতে আমি নিজেই পানি ছিটিয়েছি। সন্দেহ নিয়ে কিছু করা যাবে না। আবার অনেক সময় অজু ভঙ্গ হয়েছে কি না, তা মনে করতে পারি না। এমতাবস্থায় যদি অজু ভাঙার কোনো কারণ স্মরণে না আসে তাহলে আপনার অজু আছে বলেই ধরে নিতে হবে। আর অজু আছে বলে মনের মধ্যে পূর্ণ আস্থা নিয়ে নামাজ আদায় করতে হবে। কোনো সন্দেহ রাখা যাবে না।


আরো সংবাদ



premium cement