২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আল কুরআনের বাণী

-

নিদর্শন
পরম করুণাময় সতত দয়াবান আল্লাহর নামে
৩০. আফসোস, বান্দাদের জন্য! যখনই তাদের কাছে কোনো রাসূল সা: এসেছে তখনই তারা তাকে নিয়ে ঠাট্টা-বিদ্রƒপ করেছে। ৩১. তারা কি লক্ষ করেনি যে, আমি তাদের আগে কত প্রজন্মকে ধ্বংস করেছি, নিশ্চয় যারা তাদের কাছে ফিরে আসবে না। ৩২. আর তাদের সবাইকে একত্রে আমার কাছে হাজির করা হবে। ৩৩. আর মৃত জমিন তাদের জন্য একটি নিদর্শন, আমি তাকে জীবিত করেছি এবং তা থেকে শস্যদানা উৎপন্ন করেছি। অতঃপর তা থেকেই তারা খায়। ৩৪. আর আমি তাতে খেজুর ও আঙ্গুরের বাগান তৈরি করেছি এবং তাতে কিছু ঝরনাধারা প্রবাহিত করি। ৩৫. যাতে তারা তার ফল খেতে পারে, অথচ তাদের হাত তা বানায়নি। তবুও কি তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে না?
(সূরা ইয়াসিন, আয়াত ৩০-৩৫)

 


আরো সংবাদ



premium cement