২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

প্র শ্নো ত্ত র

-

আরবি হোসেন : আল্লাহর উপর তাওয়াক্কুল সম্পর্কে ইসলামের বিধান কী?
মাওলানা লিয়াকত আলীÑ তাওয়াক্কুল শব্দের অর্থ ভরসা করা বা নির্ভর করা। আল্লাহর উপর ভরসা করা মুমিন বান্দার অন্যতম শ্রেষ্ঠ গুণ। কুরআন মজিদে এটিকে তাকওয়ার একটি উপাদান, আল্লাহর বিশেষ বান্দাদের অন্যতম বৈশিষ্ট্য এবং সাফল্যের একটি সূত্র হিসেবে উল্লেখ করা হয়েছে। কিন্তু তাওয়াক্কুলের অর্থ উপায়-উপকরণ ছেড়ে দেয়া নয়। বরং পার্থিব উপায়-উপকরণ অবলম্বন করেও সফলতার নিশ্চয়তা আল্লাহর উপর ছেড়ে দেয়াই তাওয়াক্কুলের মর্ম। স্বয়ং আল্লাহর রাসূল সা: পার্থিব উপকরণাদি অবলম্বন করেছেন। অথচ তার চেয়ে বড় মুত্তাকি অন্য কেউ হতে পারে না। তিনি সাহাবায়ে কেরামকে এই শিক্ষাই দিয়েছেন। তিনি উট বেঁধে রেখে আল্লাহর উপর ভরসা করতে বলেছেন। অতএব তাওয়াক্কুল সম্পর্কে ইসলামের বিধান হলোÑ উপায়-উপকরণ অবলম্বন করেও সফলতার জন্য আল্লাহর উপর নির্ভর করতে হবে। মনে রাখতে হবে, আল্লাহর মর্জি না হলে সব উপায় ও সহায়ক সামগ্রী থাকা সত্তে¡ও সাফল্য আসবে না।


আরো সংবাদ



premium cement