আল্লাহ কি প্রচণ্ড রাগী?
- শাহমুন নাকীব ফারাবী
- ১১ এপ্রিল ২০২০, ০০:০০
ছোটবেলা থেকেই ‘আল্লাহ’ নামটি শুনলেই একটা ভয় কাজ করত। কারণ এই নামটি দিয়ে জীবনে যতটা ভয় দেখানো হয়েছে, অন্য কোনো নাম দিয়ে দেখানো হয়নি।
ছোটবেলায় বিদ্যুৎ চলে গেলে, আব্বা চুলার পাড়ে বসিয়ে নামাজের সূরা মুখস্থ করাতেন। তখন বলতেন, ‘এগুলো শিখতে হবে, নামাজও পড়তে হবে। তা না হলে আল্লাহ পাপ দিবেন এবং আগুনে নিক্ষেপ করবেন।’
তার পর খেলতে গিয়ে কারো সাথে ঝগড়া হলে আম্মা বলতেন, ‘ঝগড়া করা খুব খারাপ। আল্লাহ খুবই অপছন্দ করেন। এ কারণে আল্লাহ কিন্তু তোমাকে কঠিন শাস্তি দিবেন।’
ছোটবেলায় সব অপরাধের শাস্তিস্বরূপ আল্লাহর ভয় দেখানো হতো। আর এভাবেই ‘আল্লাহ’ নামটি শুনলেই আমার মনে ভীতি কাজ করত। মনে হতো আল্লাহ যেন খুবই রাগী কেউ! যিনি সারাক্ষণ রাগে গজগজ করেন। কেউ অপরাধ করলে বা অন্যায় করলে আল্লাহ রাগে আগুন হয়ে যান। তার পর মানুষ মরে গেলে আল্লাহ সেই আগুনে মানুষকে নিক্ষেপ করেন। কেউ তাঁর হাত থেকে নিস্তার পাবে না।
কিন্তু আল্লাহ কি আসলেই প্রচণ্ড রাগী?
এই প্রশ্নে উত্তর বলার আগে একটা ঘটনা বলি। একবার যুদ্ধের ময়দানে একটি ছোট শিশু হারিয়ে যায়। আর সেই শিশুর মা যুদ্ধের ময়দানে পাগলের মতো সন্তানকে খুঁজতে থাকে। সে হন্যে হয়ে খুঁজতে খুঁজতে একসময় নিজের সন্তানকে পেয়েও যায়। সন্তানকে পাওয়ার সাথে সাথে নিজের স্তনের সাথে চেপে ধরে দুধ খাওয়াতে থাকে।
আর এই দৃশ্যটি আল্লাহর রাসূল তাঁর সাহাবাদের নিয়ে অবলোকন করছিলেন। আল্লাহর রাসূল সা: সাহাবাদের উদ্দেশে বললেন, ‘আচ্ছা বলত দেখি, এই মা কি তার নিজের সন্তানকে কখনো আগুনে নিক্ষেপ করতে পারবে? উপস্থিত সাহাবিগণ বললেন, কক্ষনো পারবে না।
তখন আল্লাহর রাসূল সা: বললেন, ‘এই মা তার সন্তানকে যতটা ভালোবাসে ও মহব্বত করে, আল্লাহ তাঁর বান্দাদের তার চেয়েও অনেক গুণ বেশি ভালোবাসেন এবং মহব্বত করেন।’
আর আল্লাহ নিজের ব্যাপারে নবী সা:-কে দিয়ে বলিয়েছেন, ‘আমার রহমত, করুণা ও দয়া সব সময় আমার রাগ বা ক্রোধের তুলনায় বেশি।’ (মুসলিম-৬৭১৬)
এবার প্রখ্যাত হাদিসবিশারদ ইমাম সুফিয়ান আস সাওরি রহ:-এর একটি ঘটনা উল্লেখ করছি। তিনি মৃত্যুর ঠিক আগ মুহূর্তে সবাইকে ডেকে বললেন, ‘আজ আমি ভীষণ খুশি। কারণ, রোজ হাশরের দিন আমার জন্মদাত্রী মা বা বাবা আমার বিচার করবেন না। বিচার করবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। আর আমি আমার মা-বাবার মমতার তুলনায় মহান আল্লাহ পাকের রহমতের প্রতি অনেক বেশি আস্থাশীল।’
রাসূল সা: আল্লাহর করুণা ও দয়ার বর্ণনা দিতে গিয়ে বলেছেন, ‘মহান আল্লাহ তাঁর করুণাধারাকে শতভাগে বিভক্ত করেছেন। সেই রহমতের মাত্র একভাগ তিনি পৃথিবীতে দিয়েছেন।’ (বুখারি ৬০০০)
আল্লাহর রাসূল আরো বলেছেন, ‘যদি কাফেরও আল্লাহর রহমতের পরিমাণ জানত, তা হলে সেও জান্নাতে যাওয়ার ব্যাপারে আশাবাদী হয়ে উঠত।’ (মুসলিম ৬৭২৬)
অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রচণ্ড রাগী নয়, বরং মমতাপূর্ণ মহান মালিক। আর মানুষের একান্ত আপন বলতে আল্লাহ ছাড়া আর কেউই নেই। আসুন, ক্ষমা প্রার্থনার মধ্য দিয়ে মহান আল্লাহ পাকের প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের ভুল-ত্রুটিগুলো ক্ষমা করে দিন। আমিন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা