নতুন প্রকাশ
- ০৩ মে ২০১৯, ০০:০০
কিতাবুয যাকাত
মুহাম্মদ ইকবাল কিলানী
অনুবাদ : মুহাম্মদ হারুন আযিযী নদভী
প্রকাশক : দারুস সালাম বাংলাদেশ, ৩৮/৩, কম্পিউটার কমপ্লেক্স, বাংলাবাজার, ঢাকা
মোবা: ০১৭১৫৮১৯৮৬৯
প্রথম প্রকাশ : ফেব্রুয়ারি, ২০১৯
হাদিয়া : ২০০ টাকা মাত্র
‘জাকাত’ আরবি শব্দ। এর আভিধানিক অর্থ হলো, পবিত্রতা ও প্রবৃদ্ধি। শরিয়তের পরিভাষায় ‘জাকাত’ বলা হয়, সেই বিশেষ আর্থিক দানকে যা বিশেষ পরিমাণে সম্পদশালী সব মুসলিমের ওপর ফরজ হয়। সালাত বা নামাজের পর স্রষ্টা এবং বান্দাহর মধ্যকার বাস্তব সম্পর্কের দ্বিতীয় মাইলফলক হলো ইসলামের মৌলিক ইবাদতের দ্বিতীয় রুকন জাকাত। জাকাতের আরেক নাম হলো ‘সদকা’, যা সাধারণত প্রত্যেক শারীরিক, আর্থিক সাহায্য ও পুণ্যকে বোঝায়।
জাকাত একটি আর্থিক ইবাদত এবং ইসলামের মৌলিক পাঁচ স্তম্ভের মধ্যে তৃতীয় স্তম্ভ। এতে রয়েছে মানুষের জন্য ইহকালীন এবং পরকালীন অনেক কল্যাণ ও উপকার। আর এর মাধ্যমে মানুষের অর্থ-সম্পদ পবিত্র হয় এবং প্রবৃদ্ধি পায় বিধায় এর নাম রাখা হয়েছে ‘জাকাত’। কুরআন, সুন্নাহ এবং ইজমায়ে উম্মত দিয়ে জাকাত ফরজ হওয়া প্রমাণিত। যে ব্যক্তি জাকাতকে অস্বীকার করবে, সে কাফের হয়ে যাবে। আর যে ব্যক্তি অবহেলা করে আদায় করবে না সে ফাসিক এবং কঠিন শাস্তিযোগ্য হবে। পূর্বের সব আসমানি শরিয়তে জাকাতের বিধান ফরজ ছিল। কুরআন মজিদে সালাতের সাথে সাথে ৮২ বারের মতো জাকাতের কথা উল্লেখ রয়েছে। কুরআন মজিদে তাগিদের সাথে বলা হয়েছে যে, বিত্তশালী মুসলিমদের সম্পদে জাকাত পরিমাণ অংশ গরিব-মিসকিনদের হক বা অধিকার। এটা গরিবের প্রতি ধনীদের দয়া বা অনুগ্রহ ও করুণা নয়। যারা জাকাত আদায় করে না তাদের কাফের-মুশরিক বলা হয়েছে এবং তাদের বিরুদ্ধে যুদ্ধের আদেশ রয়েছে। আর তাদের কিয়ামতের দিন অত্যন্ত ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।
সৌদি আরবের রিয়াদে অবস্থানরত মুহাম্মদ ইকবাল কিলানী কুরআন ও সুন্নাহর আলোকে ‘কিতাবুয যাকাত’ (জাকাতের মাসায়েল) নামে একটি প্রামাণ্য পুস্তিকা রচনা করেছেন। যাতে তিনি জাকাতের ব্যাখ্যা, ফজিলত, গুরুত্ব, নিছাব, বিধান ইত্যাদি জাকাত সম্পর্কীয় অনেক বিষয়ে আলোকপাত করতে প্রয়াস পেয়েছেন। শুরুতে তিনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা সংযোজন করেছেন, যাতে জাকাতের বিভিন্ন উপকারিতার বিশদ বিবরণ এবং পুঁজিবাদ, সমাজতন্ত্র ও ইসলামী অর্থনীতির মধ্যে তুলনামূলক আলোচনা করেছেন।
চমৎকার প্রচ্ছদ, বোর্ড বাঁধাই, অফসেট কাগজে ঝকঝকে ছাপা ১২৬ পৃষ্ঠার এ গ্রন্থটি জাকাত বিষয়ে যারা জানতে চান তাদের জন্য খুবই উপকারী একটি গ্রন্থ বলে মনে করি। গ্রন্থটি ব্যক্তিগত ও পাঠাগারে রাখা যেতে পারে।
হ মোহাম্মদ সালাউদ্দীন
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা