২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

নতুন প্রকাশ

-

মহামানবের অমীয় বাণী
ইমাম নববী রহ:
অনুবাদ : ইমরান ইবনে আনওয়ার
প্রকাশক : মাকতাবাতুন নূর, বাংলাবাজার ঢাকা। ফোন : ০১৮৫৭১৮৯১৪৪

ইমাম নববী হাদিস শাস্ত্রের একজন বিশিষ্টজন। হাদিস ও ফিকাহর অনেক গুরুত্বপূর্ণ কিতাব লিখে ইসলামী জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করেছেন। তার রচিত কিতাব মৌলিক ও গ্রহণযোগ্যতায় অনন্য। ‘কিতাবুল আরবাইন’ তার উল্লেখযোগ্য গ্রন্থের একটি। এই মূল্যবান কিতাবটি বাংলায় অনুবাদ করে বাংলা ভাষার বিপুল জনগোষ্ঠীর পাঠের ব্যবস্থা করেছেন তরুণ আলেম ইমরান ইবনে আনওয়ার। নিঃসন্দেহে বাংলা ভাষার ইসলামী সাহিত্যের এটি একটি মূল্যবান সংযোজন। মূল গ্রন্থকার তার ভূমিকায় বলেন, রাসূল সা: ইরশাদ করেন, ‘যে আমার উম্মতের স্বার্থে তাদের দ্বীনি বিষয়ে ৪০টি হাদিস মুখস্থ করবে, আল্লাহ তাকে কিয়ামতের দিবসে ফুকাহা ও ওলামায়ে কেরামের আসরে পুনরুত্থিত করবেন।’
প্রাত্যহিক জীবনে আমরা কত কিছুই করি। ভেবেচিন্তে কাজ করি। কখনো কাজ করার পর ভাবি। বিশেষত খোদাভীতি যে অন্তরে বিরাজমান, তিনি নিজের কৃতকর্ম নিয়ে ভাবেন, কাজটা কি ভালো হলো না মন্দ? পাপ না পুণ্য। মোমেন হৃদয় সবসময় পাপ থেকে হিফাজত রাখেন নিজেকে। তবু কখনো কখনো মনের অজান্তে সম্পন্ন করা কাজ নিয়ে উদ্বিগ্ন হন। তাই একজন মোমেনের স্মৃতিতে স্পষ্ট থাকা জরুরি পাপ-পুণ্যের সংজ্ঞা এবং জানা থাকা ভালো এ সংক্রান্ত হাদিসের ভাষ্য। হজরত নাওয়াস ইবনে সামআন রা: থেকে বর্ণিত হাদিসটিতে এ বিষয়ে বিশদ বর্ণনা এসেছে। যার সারাংশ হলোÑ ‘তোমার কৃতকর্মের ওই অংশই পাপ, যা তুমি মানুষের কাছে প্রকাশ করতে লজ্জাবোধ করো।’ গ্রন্থকার এ হাদিসের মর্মবাণী স্পষ্ট করতে আরো হাদিসের রেফারেন্স উপস্থাপন করেছেন। যা পাঠে পাঠকের মনে বিষয়টি খোলাসা হয়ে যাবে।
ইমরান ইবনে আনওয়ারের ইমাম নববী রহ: কিতাব ‘কিতাবুল আরবাইন’-এর অনুবাদ কর্ম ইসলামী সাহিত্যের জন্য একটি প্রশংসনীয় কাজ। এতে এই মহামনীষীকে বাংলা মুলুকে পরিচিত করার একটি সুযোগ হলো। দ্বীনদারির জন্য এ ধরনের অনুবাদকর্মে তরুণ আলেমসমাজকে এগিয়ে আসতে হবে। ইমরান তরুণ আলেম, সাহসিকতার সাথে কাজটির আঞ্জাম দিয়েছেন। তবে মনে রাখতে হবে, অনুবাদে সৃজনশীলতার ছাপ রাখা যায়। গতানুগতিকের বাইরের কাজই অনুবাদকের শিল্পসত্তার পরিচায়ক। তবু ইমরানের জন্য সাধুবাদ। বইটির ছাপা ঝকঝকে। উন্নত বাঁধাই, কাগজের মানও ভালো। প্রচ্ছদেও নান্দনিকতার ছাপ আছে। মোট ৪২টি পরিচ্ছেদে সজ্জিত হয়েছে এ বইয়ের ভেতর পরিক্রমা। ২১৪ পৃষ্ঠার কিতাবটির বিনিময় ধার্য করা হয়েছে ৩৩০ টাকা মাত্র। বইটির বহুল প্রচার ও প্রসার কামনা করি। বইটি সবার সংগ্রহে রাখার দাবি রাখে।
হ তাজ ইসলাম


আরো সংবাদ



premium cement
এশিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েন নিয়ে রাশিয়ার পাল্টা হুমকি ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত বিক্ষোভে উত্তাল পাকিস্তানে নিহত আরো ৬, সেনা মোতায়েন রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ বিয়ের প্রলোভনে আ’লীগ নেতার বিরুদ্ধে নারীকে ধর্ষণের অভিযোগ ট্রাম্প দায়িত্ব নেয়ার প্রথম দিনই চীন-মেক্সিকো-কানাডার ওপর শুল্ক আরোপ করবেন আ’লীগ ইসলামী আদর্শকে জঙ্গিবাদ বলে এখন জঙ্গি ও সন্ত্রাসী হয়ে দেশ ছেড়ে পালিয়েছে : আলাউদ্দিন সিকদার শিক্ষার্থীদের আন্দোলন কঠোর হয়ে দমন করতে চাই না : স্বরাষ্ট্র উপদেষ্টা শরণখোলা প্রেসক্লাবের নির্বাচনে আলী সভাপতি-আনোয়ার সম্পাদক রিমান্ড শেষে কামরুল-জ্যাকবকে কারাগারে পাঠানোর আদেশ সংবিধানে যেসব সংস্কার প্রস্তাব দিলো বিএনপি

সকল