২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

নতুন প্রকাশ

-

হৃদয়ের ব্যাধি ও প্রতিকার
শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া র:
অনুবাদ : মুহাম্মদ শামীম আখতার
প্রকাশক : দারুস সালাম বাংলাদেশ
৩৮/৩ কম্পিউটার কমপ্লেক্স, বাংলাবাজার, ঢাকা
প্রকাশকাল : সেপ্টেম্বর ২০১৮
হাদিয়া : ২২৫ টাকা।
হৃদয়ের চিকিৎসার জন্য সময় ও শক্তি ব্যয় করা এবং অসুস্থতা ও যাবতীয় পাপ থেকে নিজেকে সংশোধন ও পরিশুদ্ধ করার ব্যাপারে তৎপর হওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
ইসলামে হৃদয় বা হৃৎপিণ্ড বিশেষ স্থান দখল করে আছে। কারণ এটি এমন একটি জায়গা, যেখানে রব দেখেন এবং যেটি তাওহিদ, ঈমান ও ইতমিনানের একটি সংরক্ষণাগার।
একজন ব্যক্তি তার নিজের ওপর আল্লাহকে কতটা প্রাধান্য দিচ্ছে, সে আল্লাহকে কতটা সত্যতা ও আন্তরিকতা এবং দৃঢ়তার সাথে ডাকছে তা নির্ভর করে হৃদয়ের উষ্ণতা দিয়ে একাগ্রচিত্তে ডাকার মধ্যে।
হৃৎপিণ্ড পটভূমিকা রচনা করে। এটাই যাবতীয় অঙ্গের মালিক এবং অঙ্গগুলো হৃৎপিণ্ডের সৈন্যদল। সুতরাং যখন এর মালিক শুদ্ধ হয়ে যায়, তখন তার সৈন্যরা শুদ্ধ হয়ে যায় এবং মালিক দূষিত হয়ে পড়লে তার সৈন্যদের মধ্যেও অশুদ্ধতা বিস্তার লাভ করে। হাফিজ ইবনে হাজার আল আসফালানি রহ: বলেন, ‘হৃদয়কে একত্র করা হয়েছে; কারণ এটি শরীরের নেতা এবং নেতার পরিশুদ্ধ করণের মাধ্যমে তার অনুসারীদের মধ্যেও শুদ্ধতা চলে আসে। অপর দিকে, হৃদয় দূষণের বিস্তৃতির মাধ্যমে বাকি অঙ্গরূপী অনুসারীরাও দুর্নীতিগ্রস্ত হয়ে ওঠে। সুতরাং হে আল্লাহর বান্দারাÑ আপনারা যদি আপনাদের হৃদয়যন্ত্রকে নিরাময় করতে চান, তাহলে আল্লাহর সাহায্য প্রার্থনা করে তাঁর ওপর বিশ্বস্ত থাকুন এবং প্রচুর নফল সালাত আদায় করুন। আল্লাহর নৈকট্য লাভের জন্য যখন লোকেরা নিদ্রিত থাকে, তখন কিয়ামুল মাইল বা রাতে সালাত (তাহাজ্জুদ) আদায় করে আপনার হৃদয় বা কলবকে বারবার আল্লাহর জিকির দ্বারা সিক্ত করে এবং বারবার কুরআন তিলাওয়াতের মাধ্যমে আপনার কলব বা হৃদয়কে সুস্থ রাখুন। আল্লাহ তায়ালা যেন বান্দার কলবকে সুরক্ষিত রাখার তওফিক এনায়েত করেন।’
১৫৮ পৃষ্ঠার এ গ্রন্থটি আরবি থেকে ইংরেজি ভাষায় অনুবাদ করেন উরংবধংবং ড়ভ ঃযব ঐবধৎঃয ্ ঞযবরৎ ঈঁৎবং নামে আবু রুমাইসা। আর ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করেছেন মুহাম্মদ শামীম আখতার।
দৃষ্টিনন্দন প্রচ্ছদ, বোর্ড বাঁধাই, অফসেট কাগজে ছাপা গ্রন্থটি হৃদয়ের রোগ দূর করার জন্য জরুরি।
মোহাম্মদ সালাউদ্দীন


আরো সংবাদ



premium cement
বিপুল পরিমাণে বিদেশী মুদ্রাসহ শাহ আমানতে যাত্রী আটক রাখাইনে গণহত্যা ও চলমান সহিংসতার বিচারের দাবি রোহিঙ্গাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের সমন্বিত ফলাফল প্রকাশ রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির কুলাউড়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে গণপিটুনি অহিংস গণঅভ্যুত্থানের আহ্বায়কসহ ১৮ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ শিক্ষার্থীর মৃত্যুর দায় ন্যাশনাল হাসপাতালের ওপর চাপানো ভিত্তিহীন : কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য সেন্ট গ্রেগরি হাইস্কুল বন্ধ ঘোষণা স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে পিরোজপুরে একজনের যাবজ্জীবন নড়াইলে ২ ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড নোবিপ্রবিতে মানবিকতার আড়ালে হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ পুনর্বাসন

সকল