২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সালাত কল্যাণ বয়ে আনে

-


পরিবার আনন্দ-উল্লাস ও সুখ-দুঃখ ভাগাভাগির স্থান। পরিবার একজন ব্যক্তিকে তার নিজস্ব সমাজব্যবস্থার আচার-আচরণ ও মূল্যবোধের সাথে পরিচয় করিয়ে দেয়। আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে পরিবারের গুরুত্ব সবচেয়ে বেশি। এ জন্য পরিবারের শান্তি, সচ্ছলতা, রহমত, বরকত ও কল্যাণের বিষয়টি সর্বাগ্রে বিবেচনায় রাখতে হয়। নামাজ এমনই একটি আমল ও ইবাদত যার মাধ্যমে পরিবারে কল্যাণ ও বরকত আসে। যেসব পরিবারের সদস্যরা নিয়মিত নামাজ আদায় করেন, আল্লাহর রহমত তাদের মুখোমুখি থাকে। কুরআনে এরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই ওই সব ঈমানদাররা সফলকাম হয়েছে, যারা তাদের নামাজে খুশু-খুজুর সাথে আদায় করে।’ (সূরা মুমিনুন:১-২)। যেসব গৃহে সালাত আদায় করা হয় না, ওই গৃহগুলোকে হাদিসের পরিভাষায় কবরের সাথে তুলনা করা হয়েছে। হজরত ইবনে উমর রা: থেকে বর্ণিত, রাসূল সা: এরশাদ করেছেন, তোমাদের ঘরেও সালাত আদায় করো এবং ঘরকে কবরে পরিণত করো না। (বোখারি : ৪২০)। হজরত জাবির রা: থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূল সা: বলেছেন, যখন তোমাদের কেউ মসজিদে (ফরজ) নামাজ আদায় করে, তখন তার উচিত নিজের ঘরের জন্য (সুন্নত ও নফল) নামাজের কিছু অংশ নির্দিষ্ট করা। নিশ্চয়ই আল্লাহ পাক তার নামাজের কারণে তার ঘরে বরকত দান করবেন। (মুসলিম পৃ.২৬৫ প্রথম খণ্ড)। হজরত আবু মুসা রা: থেকে বর্ণিত হয়েছে, হজরত রাসূল সা: এরশাদ করেছেন, ‘যে ঘরে আল্লাহর আলোচনা হয়, আর যে ঘরে হয় না তাদের উপমা যথাক্রমে জীবিত ও মৃত সদৃশ।’ (মুসলিম পৃ.২৬৫ প্রথম খণ্ড)।
সমাজের বহু পরিবারে ঝগড়া, বিবাদ, মারামারি ও কলহ লেগেই আছে। পরিবারিক কলহকে কেন্দ্র করে হত্যা ও আত্মহত্যার ঘটনাও অহরহ ঘটে। পারিবারিক কলহ কিংবা যৌতুককে কেন্দ্র করে তালাক বা বিয়েবিচ্ছেদের ঘটনা এখন নিত্যনৈমিত্তিক বিষয়। এর ফলে পারিবারিক বন্ধন নষ্ট হচ্ছে। সমাজের মূল্যবোধ নষ্ট হচ্ছে। মা-বাবার বিচ্ছেদের বিরূপ প্রভাব সন্তানের ওপর গিয়ে পড়ছে। যেসব সন্তানের মা-বাবার মধ্যে বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটছে, সেসব সন্তানের বেড়ে ওঠা কিংবা সুনাগরিক হয়ে ওঠা অনেক দুরূহ ব্যাপার। পারিবারিক কলহ ঝগড়াঝাটি বা মারামারি করা মন্দ কাজ। কুরআনে এরশাদ হয়েছে, ‘নিঃসন্দেহে সালাত অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে।’ (সূরা আনকাবুত : ৪৫)। তাই পরিবারে নামাজ আদায়ের ক্ষেত্রে উদাসীনতা পরিহার করা খুবই জরুরি।
বহু পরিবার অভাব অনটন ও ঋণের বোঝায় জর্জরিত। অনেকের ব্যবসায় বাণিজ্যে মন্দাভাব রয়েছে। নামাজ আদায়কারী ব্যক্তির ওপর আল্লাহর রহমত নিকটবর্তী থাকে। তাই নামাজি ব্যক্তির ব্যবসায়িক মন্দাভাব সহজে দূর হয়ে যায়। আল্লাহ তায়ালা নামাজি ব্যক্তিকে সব ধরনের আজাব-গজবের হাত থেকে রক্ষা করেন। কুরআনে এরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব তিলাওয়াত করে, সালাত কায়েম করে এবং আল্লাহ যে রিজিক দিয়েছেন তা থেকে গোপনে ও প্রকাশ্যে দান করে, তারা এমন ব্যবসার আশা করতে পারে, যা কখনো ধ্বংস হবে না।’ (সূরা ফাতির : ২৯)।
লেখক : প্রবন্ধকার

 


আরো সংবাদ



premium cement
ভৈরবে ২ সন্তানসহ স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার নীলফামারীতে ৪ রোহিঙ্গা যুবক আটক ডেঙ্গুতে আরো ১০ মৃত্যু, হাসপাতালে ৯৯০ চিন্ময় দাসের গ্রেফতারে পশ্চিমবঙ্গের বিধানসভায় বিজেপির বিক্ষোভ টেকনাফে অপহৃত ২ মৎস্যব্যবসায়ী উদ্ধার, আটক ৩ সিরাজদীখানে কেমিক্যাল শিল্পপার্ক পরিদর্শনে শিল্প উপদেষ্টা নিরাপত্তা বাহিনীর হাতে কর্মী নিহত হয়েছেন : দাবি পিটিআইয়ের বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ আয়েশার দায়িত্ব নিলেন ইউএনও নয়া দিগন্তের মুক্তাগাছা সংবাদদাতা মুর্শেদ আলম লিটন আর নেই রাশিয়া রাতে ‘রেকর্ড’ সংখ্যক ড্রোন হামলা চালিয়েছে : ইউক্রেন আতঙ্ক নয়, পুলিশ হবে জনগণের ভরসা : জিএমপি কমিশনার

সকল