আফ্রিকার খনিতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হিরা!
- নয়া দিগন্ত অনলাইন
- ০৮ জুলাই ২০২১, ১৬:৪৩
মাত্র ১১ দিনের ব্যবধানেই দক্ষিণ আফ্রিকার বৎসওয়ানার খনি থেকে মিলল আরো একটি বড় হিরা। আয়তনের দিক থেকে এই হিরা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম, বলছেন বিশেষজ্ঞরা।
চলতি বছরের ১ জুন এই বৎসওয়ানা থেকেই একটি এক হাজার ৯৮ ক্যারাটের হিরা উদ্ধার করেছিল ডেবসওয়ানা ডায়মন্ড নামে একটি সংস্থা। তারপর ১২ জুন উদ্ধার হয় এক হাজার ১৭৪ ক্যারাটের আরো একটি হিরা। কানাডার সংস্থা লুকারা ডায়মন্ড খননকার্য চালিয়ে এই হিরাটি উদ্ধার করেছে।
সংস্থার ম্যানেজিং ডিরেক্টর নাসিম লাহরি বলেন, বৎসওয়ানা ও আমাদের জন্য এই বিষয়টি ঐতিহাসিক। তিনি জানিয়েছেন, আয়তনের বিচারে নতুন আবিষ্কৃত হিরাই এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম। উদ্ধার হওয়ার পরই বৎসওয়ানার মন্ত্রিসভার হাতে তুলে দেয়া হয় হিরাটি।
এর আগে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হিরা লেসেডি লা রোনা। যার ওজন এক হাজার ১০৯ ক্যারাট। সেটিও বৎসওয়ানার খনি থেকে আবিষ্কার করেছিল লুকারা ডায়মন্ড। ১৯০৫ সালে দক্ষিণ আফ্রিকা থেকেই উদ্ধার হয়েছিল বিশ্বের বৃহত্তম হিরা তিন হাজার ১০৬ ক্যারাটের ‘কুলিনান’।
সূত্র : আনন্দবাজার পত্রিকা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা