১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১, ১৩ শাবান ১৪৪৬
`

সাগরতলে মিলল সবচেয়ে গতিসম্পন্ন ভুতুরে কণা

- ছবি : ইউএনবি

ভূমধ্যসাগরে এ পর্যন্ত সবচেয়ে গতিসম্পন্ন ভুতুরে কণাটির খোঁজ মিলেছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে তারা বলেন, এর আগে যে অল্প কয়েক শ’ কণা আবিস্কার করা হয়েছে, সেগুলোর চেয়েও প্রায় ৩০ গুণ বেশি সক্রিয় এটি।

সাগরের গভীরে একটি নির্মাণাধীন নিউট্রিনো ডিটেক্টর দিয়ে এটি শনাক্ত করা হয়েছে। নিউট্রিনো বলতে ক্ষুদ্র পারমাণবিক কণাকে বোঝায়, যা আলোর কণার চেয়েও দ্রুতগতির। ধারণা করা হয়, এই ক্ষুদ্র কণা অশূন্য ভরের কণা।

পর্দাথের মধ্য দিয়ে এই কণা প্রায় অবিকৃতভাবে চলাচল করতে পারে। যে কারণে এটিকে ভুতুরে কণা বলা হয়। নিউট্রিনো অর্থ হচ্ছে ‘ক্ষুদ্র নিরপেক্ষ কণা’। গ্রীক বর্ণ নিউ (ν) দিয়ে এটিকে প্রকাশ করা হয়।

মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) খবরে বলা হয়েছে, ছায়াপথের বাইরে থেকে এই কণা এসেছে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। যদিও এই ভুতুরে কণার সঠিক উৎস রহস্যেই থেকে যাচ্ছে।

সূর্যের মতো তারকা থেকে এসব নিউট্রিনো আসে। কোটি কোটি কণা প্রতিটি মুহূর্তে মানব-শরীরের ভেতর দিয়ে চলাচল করছে। এগুলো এতোই মিহি যে শনাক্ত করা ব্যাপক কঠিন। সাধারণত দ্রুত গতিতে ছোটাছুটি করা নিউট্রিনো শনাক্ত করতে পারেন না বিজ্ঞানীরা।

এই ক্ষুদে কণার সাথে যখন আরেকটি বস্তুকণার সংঘর্ষ হয়, তখন কী ঘটে, তা গবেষণা করে দেখেন বিজ্ঞানীরা। বছর দু’য়েক আগে এমন ঘটনায় মিউয়ন নামের একটি মৌলিক কণিকা তৈরি হয়েছিল। যেটি বায়ুমণ্ডলে ক্রিয়াশীল মহাজাগতিক রশ্মির মাধ্যমে পৃথিবী পৃষ্ঠ ভেদ করে বহু গভীরে যাওয়ার ক্ষমতা রাখে।

নেদারল্যান্ডসের ন্যাশনাল ইনস্টিটিউট ফর সাব-এটোমিক ফিজিক্স নিকহেফের বিজ্ঞানী আরার্ট হেইজবোয়ের বলেন, ‘মহাবিশ্বের সর্বোচ্চ-জ্বালানি প্রক্রিয়াগুলো বোঝার চেষ্টা করছি আমরা।’

সাধারণত ভূ-উপরিভাগের বিকিরণ থেকে সুরক্ষায় মাটির গভীরে, বরফের নিচে ও পানির নিচে রাখা হয় নিউট্রিনো ডিটেক্টর। সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
রাজশাহীতে সেনাসদস্যকে মারধর করায় রেলওয়ের গার্ডসহ আটক ৩ স্বাধীন পরিসংখ্যান কমিশন গঠন প্রস্তাব বাস্তবায়ন জরুরি আয়নাঘর দেখার পরও ফ্যাসিবাদী শক্তি সেটা অস্বীকার করছে : আসিফ মাহমুদ আবু সাঈদকে প্রাণঘাতী ধাতব গুলি ব্যবহার করে হত্যা করা হয়েছে : জাতিসঙ্ঘ প্রতিবেদন ১৩ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে গেজেট প্রকাশ জুলাই আন্দোলনে হামলা : ছাত্রলীগের বিরুদ্ধে জাবি ছাত্রদলের মামলা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত ৮ দল ইজতেমায় ডেভিল পেলে ধরিয়ে দিন : জিএমপি কমিশনার আবারো ববি ভিসির কার্যালয়ে তালা, পদত্যাগ দাবি সৌদি আরব ও মালয়েশিয়াগামী কর্মীদের জন্য ভাড়া কমালো বিমান রমজানে সহনীয় থাকবে ডিম ও মুরগির দাম

সকল