প্রধানমন্ত্রীর পদত্যাগ

বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান কাঠমান্ডুর মেয়রের

দুর্নীতি ও অব্যবস্থার বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভের মুখোমুখি হওয়ার পর আজ মঙ্গলবার কেপি শর্মা অলি পদত্যাগ করেন।

নয়া দিগন্ত অনলাইন
কাঠমান্ডু মেট্রোপলিটন সিটির মেয়র বলেন্দ্র শাহ
কাঠমান্ডু মেট্রোপলিটন সিটির মেয়র বলেন্দ্র শাহ |সংগৃহীত

নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির পদত্যাগের পর কাঠমান্ডু মেট্রোপলিটন সিটির মেয়র বলেন্দ্র শাহ বিক্ষোভকারীদের সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে বলেন্দ্র শাহ বলেছেন, যেহেতু প্রধানমন্ত্রী ইতোমধ্যেই পদত্যাগ করেছেন, তাই বিক্ষোভকারীদের জীবন ও সম্পত্তির ক্ষয়ক্ষতি এড়াতে হবে।

তিনি সরকারি ও বেসরকারি সম্পদকে জনগণের সম্পত্তি হিসেবে বর্ণনা করেন এবং তরুণদের এগুলো ধ্বংস না করার আহ্বান জানান।

বার্তায় তিনি আরো বলেন, ‘দয়া করে শান্ত থাকুন। জাতীয় সম্পদের ক্ষতি আমাদের সবারই ক্ষতি। এখন আমাদের সকলের সংযম প্রদর্শন করা জরুরি। এখন থেকে আপনাদের প্রজন্মকেই দেশ পরিচালনা করতে হবে।’

দুর্নীতি ও অব্যবস্থার বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভের মুখোমুখি হওয়ার পর আজ মঙ্গলবার কেপি শর্মা অলি পদত্যাগ করেন। সোমবার কাঠমান্ডু ও অন্যান্য শহরে জেন-জি বিক্ষোভকারীদের ওপর পুলিশ গুলি চালালে কমপক্ষে ১৯ জন নিহত এবং ৪০০ জনেরও বেশি আহত হন।

প্রধানমন্ত্রীর পদত্যাগ সত্ত্বেও বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিক্ষোভকারীরা রাজনৈতিক নেতৃত্বের কাছ থেকে পদ্ধতিগত সংস্কার ও জবাবদিহিতার দাবি করছে। তারা পুরনো দল ও নেতাদের বাইরে নতুন নেতৃত্বের দিকে তাকিয়ে আছে। তাদের আশার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এক অপ্রত্যাশিত ব্যক্তি- কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহ। একজন র‍্যাপার থেকে ইঞ্জিনিয়ার এবং পরবর্তী সময়ে কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহ দ্রুত দেশের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব হয়ে উঠেছেন।

সূত্র : কাঠমান্ডু পোস্ট ও নিউজ১৮