গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের জলসীমায় জেলেদের জালে বিরাট দৈর্ঘ্যের একটি ধরা পড়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) রাতে বিরল এ ঘটনা ঘটে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিস শুক্রবার রাতে একটি বিরল ঘটনার সাক্ষী হয়েছে। এদিন গাজার জেলেরা সাগর থেকে একটি বিরাট আকারের মাছ ধরতে সক্ষম হয়েছে। মাছটি দৈর্ঘ্যে ১০ মিটার এবং ওজনে প্রায় দুই টন (২০০ হাজার কেজি)। এটিকে হাঙরের বিশেষ প্রজাতি বলে কেউ কেউ উল্লেখ করেছে।

সূত্রটি আরো জানিয়েছে, এই ঘটনায় গাজাবাসী অনেক আনন্দিত হয়েছে। মাছ দেখতে মুহূর্তের মধ্যে অনেক মানুষ জড়ো হয়ে গেছে। পরে অত্যন্ত আনন্দ চিত্তে স্থানীয়দের মাঝে ওই মাছের গোস্ত বিতরণ করা হয়েছে।
গণমাধ্যমটি আরো জানিয়েছে, মাছটি তীরে আনার পর খান ইউনিসের শত শত পরিবার মাছের পাশে জড়ো হয়েছে। তারা বিশ্বাস করছেন যে এটি আল্লাহ তায়ালার পক্ষ থেকে পাঠানো রিজিক; অব্যাহত অবরোধ ও ক্ষুধার মাঝে সামান্য ইহদা।
এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। কোনো কোনো অ্যাক্টিভিস্ট এর কিছু ভিডিও ক্লিপ শেয়ার করেছেন; যেখানে দেখা যাচ্ছে, গাজাবাসী ও শিকারিরা বিতরণের জন্য মাছটির গোশত কাটছে।
কেউ কেউ লিখেছেন, এটি অত্যন্ত বিরল ঘটনা। যাকগে। খাওয়া তো যাবে। মানুষ এখন গোশত খেতে ব্যাকুল।
এক অ্যাক্টিভিস্ট কুরআনের একটি আয়াতকে ক্যাপশন হিসেবে উল্লেখ করেছেন। তিনি লিখেছেন,
{إن هذا لرزقنا ما له من نفاد}.
অর্থাৎ এটি আমার (আল্লাহ তায়ালার) পক্ষ থেকে দেয়া রিজিক। এর কোনো শেষ নেই।
সূত্র : আল জাজিরা



