গাজা যুদ্ধ শেষ হয়েছে বলে জানিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ কথা বলে তিনি ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সাথে বন্দীবিনিময় সম্পন্ন এবং যুদ্ধের অবসান নিকটবর্তী হওয়ার দিকে ইঙ্গিত করেছেন।
সোমবার (১৩ অক্টোবর) ইসরাইলি গণমাধ্যম চ্যানেল-১২ এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেল আবিবে পৌঁছেছেন। অচিরেই তিনি ইসরাইলি সংসদ নেসেটে ভাষণ দেবেন। এরপর সেখান থেকে মিসরের শর্ম আশ-শায়েখে সম্মেলনে যোগদান করবেন।
সূত্রটি আরো জানিয়েছে, নেসেটের ভাষণ শেষে নেতানিয়াহুর সাথে বিশেষ বৈঠকে মিলিত হবেন ট্রাম্প। এরপর মিসরে যাওয়ার আগে ইসরাইলি বন্দীদের পরিবারের সাথেও সাক্ষাৎ করবেন তিনি। তারপর যুদ্ধ বন্ধের চুক্তিতে স্বাক্ষরের জন্য মিসর যাবেন।
ট্রাম্প বৃহস্পতিবার ঘোষণা করেছিলেন, মিসরে ইসরাইল ও হামাসের পরোক্ষ সংলাপে যুদ্ধরত উভয় পক্ষ মার্কিন পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে সম্মত হয়েছে। সংলাপটি মার্কিন যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে এবং মিসর, তুরস্ক ও কাতারের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে।
সূত্র : আল জাজিরা