ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর গুলিতে কমপক্ষে তিনজন নিহত হয়েছে। এদিকে অধিকৃত পশ্চিমতীরে ইসরাইলি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনি গ্রামগুলোতে তাদের আক্রমণ বাড়িয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গত ২৪ ঘণ্টায় হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছে। অন্যদিকে সিভিল ডিফেন্স অ্যাজেন্সি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক বিবৃতিতে জানিয়েছে, তারা ৩৫ জন ফিলিস্তিনির লাশ আল-শিফা হাসপাতালে স্থানান্তর করেছে। তাদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।
গাজায় ইসরাইলের যুদ্ধে নিহতের সংখ্যা আনুষ্ঠানিকভাবে ৬৯ হাজার ছাড়িয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৬৯ হাজার ১৮২ জন ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ৭০ হাজার ৬৯৪ জন আহত হয়েছেন। ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি বাহিনী কমপক্ষে ২৪৫ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে।
ধারণা করা হচ্ছে, দুই বছরে ইসরাইলে সামরিক আগ্রাসনের পর গাজায় এখনো হাজার হাজার নিখোঁজ মানুষের লাশ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে।
গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ১০ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত ইসরাইল কমপক্ষে ২৮২ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে এবং সরাসরি গুলি চালানোর পাশাপাশি বিমান ও কামানের মাধ্যমেও আক্রমণ চালিয়েছে।
আল জাজিরার এক বিশ্লেষণ অনুসারে, যুদ্ধবিরতির ৩১ দিনের মধ্যে ২৫ দিনই ইসরাইল গাজায় আক্রমণ করেছে। অর্থাৎ মাত্র ছয় দিন ছিল যে সময়ে কোনো সহিংস হামলা, মৃত্যু বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
সূত্র : আল জাজিরা



