ফিলিস্তিনের অবরুদ্ধ গাজাজুড়ে ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরাইল। নতুন করে হামলায় এক দিনে অন্তত ৭৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৩২ জন খাবারের সন্ধানে থাকা অবস্থায় প্রাণ হারান।
সোমবার (১ সেপ্টেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
গণমাধ্যমটি জানায়, রোববার সকালে গাজা সিটির বিভিন্ন এলাকায় গোলাবর্ষণ ও বোমাবর্ষণ চালায় দখলদার বাহিনী। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, আল-কুদস হাসপাতালের কাছে ইসরাইলি শেল হামলায় তাঁবুতে আগুন ধরে যায়। এতে অন্তত পাঁচজন নিহত ও তিনজন আহত হন। এছাড়া রিমাল এলাকায় একটি আবাসিক ভবনে হামলা চালিয়ে আরো কয়েকজনকে হত্যা করে।
গাজার সরকারি মিডিয়া অফিসের পরিচালক ইসমাইল আল-থাওয়াবতা অভিযোগ করেন, ইসরাইলি সেনাবাহিনী আবাসিক এলাকায় ‘বিস্ফোরক রোবট’ ব্যবহার করছে এবং গাজা সিটিতে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করছে।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক বিবৃতিতে আল-থাওয়াবতা বলেছেন, গত তিন সপ্তাহে ৮০টির বেশি এ ধরনের ডিভাইস বিস্ফোরণ ঘটিয়েছে। তিনি এটিকে ‘পোড়ামাটি নীতি’ বলে আখ্যা দেন। তার দাবি, এর মাধ্যমে ঘরবাড়ি ধ্বংস করা হচ্ছে এবং বেসামরিক মানুষের জীবন বিপন্ন হচ্ছে।
তিনি আরো বলেন, গাজা সিটি ও উত্তরাঞ্চলের ১০ লাখের বেশি ফিলিস্তিনি ভয়াবহ হামলা ও অনাহারের মুখেও জোরপূর্বক বাস্তুচ্যুত এবং জাতিগত নির্মূলের নীতিতে আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানাচ্ছেন।
এদিকে ফিলিস্তিনি সাংবাদিক ফায়েজ ওসামা ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করেছেন, যা আল-জাজিরা যাচাই করেছে। সেখানে দেখা যায়, সাবরা এলাকায় বিমান হামলার পর ধোঁয়ার মেঘ আকাশে ছড়িয়ে পড়ছে। আহত এক শিশুকে পা দিয়ে রক্তাক্ত অবস্থায় কাঁদতে দেখা যায়, আরেকজনকে মাথায় গুরুতর আঘাত নিয়ে মাটিতে পড়ে থাকতে দেখা যায়।



