গাজায় গত ২০ বছরের মধ্যে সবচেয়ে বেশি সহিংসতা ২০২৪ সালে
- নয়া দিগন্ত অনলাইন
- ০২ জানুয়ারি ২০২৫, ১৬:২২
পূর্ব জেরুজালেমসহ অধিকৃত পশ্চিমতীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি বসতি স্থাপনকারীদের সহিংসতার মাত্রা ২০২৪ সালে রেকর্ড পরিমাণ বেড়েছে। জাতিসঙ্ঘের মানবিকবিষয়ক সমন্বয়ের কার্যালয় (ওসিএইচএ) এই তথ্য জানিয়েছে।
বুধবার জারি করা একটি বিবৃতিতে ওসিএইচএ বলেছে, তারা প্রায় ২০ বছর ধরে অধিকৃত ফিলিস্তিনে বসতি স্থাপনকারীদের সহিংসতার ইতিহাস নথিভুক্ত করেছে। এতে ২০২৪ সাল পর্যন্ত প্রায় ১৪০০টি আক্রমণ রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি সহিংসতা হয়েছে ২০২৪ সালে।
এতে আরো বলা হয়, হামলার মধ্যে শারীরিক হামলা, অগ্নিসংযোগ, ফিলিস্তিনি সম্প্রদায়ের ওপর হামলা এবং ফলের গাছ কেটে ফেলা ইত্যাদি অন্তর্ভুক্ত ছিল। গড়ে প্রতিদিন চারটি হামলা রেকর্ড করা হয়েছে। এর ফলে অনেক ফিলিস্তিনি জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছে।
সংস্থাটি আরো বলেছে, ২০২৪ সালে অধিকৃত অঞ্চলে ফিলিস্তিনিদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক মৃত্যু হয়েছে।
তারা আরো জানায়, ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া ইসরাইলের গণহত্যার ফলে গাজায় তিন লক্ষাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। ওই সময়ে পশ্চিমতীর এবং পূর্ব জেরুজালেমে দখলদার বাহিনীর হাতে আরো ৮৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছিল।
সূত্র : মিডল ইস্ট মনিটর
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা