পুতিনের সাথে যোগাযোগ রক্ষা করছেন 'বুদ্ধিমান' ট্রাম্প!
- নয়া দিগন্ত অনলাইন
- ১৭ অক্টোবর ২০২৪, ০৬:০৩
বছর কয়েক আগেই অভিযোগ উঠেছিল, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তাকে জেতাতে সক্রিয় ছিল রুশ গুপ্তচর সংস্থা। এবার অভিযোগ, ২০২০-র প্রেসিডেন্ট নির্বাচনে হেরে হোয়াইট হাউস ছাড়ার পরেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে যোগাযোগ রেখেছিলেন ডোনাল্ড ট্রাম্প।
আগামী ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে আবার প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। তার আগে অবশ্য এমন প্রশ্ন সুকৌশলে এড়িয়ে গিয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্প। একটি সাক্ষাৎকারে অনুষ্ঠানে ব্লুমবার্গের প্রধান সম্পাদক জন মিকলথোয়াইটের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এ বিষয়ে কিছু বলব না। কিন্তু আমি আপনাকে এটা বলতে পারি, যদি আমি এটা (পুতিনের সাথে যোগাযোগ) করে থাকি, তবে তা বুদ্ধিমত্তারই পরিচয়।
উল্লেখ্য,ওয়াশিংটন পোস্টের সাংবাদিক বব উডওয়ার্ড সদ্য প্রকাশিত বই ‘ওয়ার’–এ দাবি করেছেন, ২০২১ সালের জানুয়ারি মাসে হোয়াইট হাউস ছাড়ার পর বিভিন্ন সময় ট্রাম্প প্রেসিডেন্ট পুতিনের সাথে ফোনে কথা বলেছেন। ওই প্রসঙ্গ টেনেই ট্রাম্পকে ওই প্রশ্ন করেছিলেন মিকলথোয়াইট। কিন্তু সরাসরি কোনো উত্তর না দিয়ে সুকৌশলে এড়িয়ে গিয়েছেন তিনি। ট্রাম্পের কথায়,‘যদি আমি মানুষের প্রতি বন্ধুত্বপূর্ণ হই, যদি মানুষের সঙ্গে আমার সম্পর্ক থাকে, সেটা তো ভালো, খারাপ কিছু তো নয়।’
সূত্র : আনন্দবাজার পত্রিকা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা