২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ন ১৪৩০, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বাংলাদেশে সহিংসতার স্বচ্ছ তদন্তের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব : মুখপাত্র

- ছবি : ইউএনবি

বাংলাদেশে সম্প্রতি ঘটে যাওয়া সব ধরনের সহিংসতার দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

তিনি বলেন, জাতিসঙ্ঘ-চিহ্নিত যানবাহন দেশের ভেতরে আর মোতায়েন করা হচ্ছে না বলে বাংলাদেশী কর্তৃপক্ষের বিবৃতি তারা আমলে নিয়েছেন।

সোমবার জাতিসঙ্ঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, ‘আমরা স্মরণ করিয়ে দিতে চাই যে, শুধুমাত্র জাতিসঙ্ঘ শান্তিরক্ষা কার্যক্রমে শান্তিরক্ষী হিসেবে বাধ্যতামূলক দায়িত্ব পালনের ক্ষেত্রেই জাতিসঙ্ঘের প্রতীক-সংবলিত সরঞ্জাম ব্যবহার করা যাবে।’

তিনি বলেন, তারা ঢাকা ও নিউইয়র্ক উভয় ক্ষেত্রেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে অব্যাহতভাবে তাদের উদ্বেগ উত্থাপন করছেন। এছাড়া জাতিসঙ্ঘের শান্তিরক্ষা মিশনে শীর্ষ সেনা প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশকে মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল দেশ হিসেবে গণনা করেন।

বাংলাদেশ সম্পর্কে আপডেট জানিয়ে তিনি আরো বলেন, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে (জাতিসংঘ) মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন।

দেশে পুনারায় ছাত্রদের বিক্ষোভ শুরু হওয়ার খবরের কথা উল্লেখ করে তিনি শান্ত ও সংযত থাকার আহ্বান পুনর্ব্যক্ত করেন।

মুখপাত্র বলেন, বর্তমান ছাত্র আন্দোলনের সাথে জড়িত হাজার হাজার তরুণ এবং বিরোধী দলের নেতাকর্মীদের গণগ্রেফতারের খবরেও জাতিসঙ্ঘ মহাসচিব উদ্বিগ্ন। তিনি যথাযথ প্রক্রিয়ার গুরুত্ব এবং মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের ওপর জোর দিয়েছেন।

নিরাপত্তা বাহিনীর মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণ সম্পর্কে উদ্ভূত প্রতিবেদন নিয়েও জাতিসঙ্ঘ মহাসচিব উদ্বিগ্ন বলেও জানান তিনি।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
সশস্ত্র বাহিনী বিশ্বাস ও আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে : অধ্যাপক ইউনূস কুবিতে বঙ্গবন্ধু ও শেখ হাসিনা হলের নাম পরিবর্তন ব্যাংক খাত সংস্কারে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা সোমবার ঢাকায় আসছেন আইসিসির প্রধান কৌঁসুলি পদ্মা সেতু হয়ে ঢাকা-বেনাপোল ট্রেন চলাচল শুরু ২ ডিসেম্বর ব্রাজিল সফরকালে ইউক্রেনে শান্তি ও গাজায় যুদ্ধবিরতির আহ্বান শি’র রাষ্ট্রপতির সাথে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ নরসিংদীতে গলায় ফাঁস লাগিয়ে যুবকের আত্মহত্যা ঈশ্বরগঞ্জে টিসিবির পুরনো তালিকা, সাধারণ মানুষের ক্ষোভ যুক্তরাজ্যের প্রায় আড়াই শ’ ব্যবসা প্রতিষ্ঠান বাংলাদেশে গুরুত্বপূর্ণ বিনিয়োগ করছে : এইচএসবিসি আবারো বাড়ল স্বর্ণের দাম

সকল