২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ডয়চে ভেলের তথ্যচিত্র নিয়ে জাতিসঙ্ঘের প্রতিক্রিয়া

জাতিসঙ্ঘের মহাসচিবের নিয়মিত প্রেস বিফ্রিংয়ে কথা বলছেন ডুজারিক৷ - ডয়েচে ভেলে

ডয়চে ভেলের তথ্যচিত্র নিয়ে জাতিসঙ্ঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিককে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, এ ধরনের ঘটনার (মানবাধিকার লঙ্ঘন) কারণে শান্তিরক্ষা মিশনে অংশ নেওয়া কর্মকর্তার নিয়োগ বাতিল হতে পারে৷

এছাড়া অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের মিশন থেকে নিজ দেশে ফেরত পাঠিয়ে দেয়া হবে৷

স্থানীয় সময় বুধবার বিকেলে জাতিসঙ্ঘের মহাসচিবের নিয়মিত প্রেস বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন৷ তিনি বলেন,‘আমরা আবারো জোর দিয়ে বলতে চাই যে মহাসচিব এমন সব কর্মকর্তাকে শান্তিরক্ষা মিশনে পাঠাতে অঙ্গীকারবদ্ধ, যারা দক্ষতা ও সততার সর্বোচ্চ মানদণ্ড মেনে চলেন৷ এসব মানদণ্ডের মধ্যে আছে মানবাধিকারের প্রতি সম্মান ও অঙ্গীকার৷'

প্রশ্নের উত্তরের শুরুতেই তিনি জানান,‘আমরা প্রতিবেদনটি দেখেছি৷ আমাদের শান্তিরক্ষা বিভাগের সহকর্মীরা এ বিষয়ে যোগাযোগ করছেন এবং এই প্রতিবেদন সংশ্লিষ্টদের কাছে একটি বিবৃতি দিয়েছি৷'

ডুজারিকের জবাবের পর জানতে চাওয়া হয়,‘যে দেশ থেকে শান্তিরক্ষা মিশনে কর্মকর্তা পাঠানো হচ্ছে (স্বাগতিক দেশ), তারাই মূলত এসব কর্মকর্তাদের যাচাই-বাছাই করেন৷ সে ক্ষেত্রে, যদি কোনো দেশ বা দেশের শাসক নিজেই মানবাধিকার লঙ্ঘনকারী হয়ে থাকে, তাহলে তারা কীভাবে মানবাধিকার লঙ্ঘনকারী কর্মকর্তাদের চিহ্নিত করবে? তারা কীভাবে জানবে কে লঙ্ঘনকারী, আর কে লঙ্ঘনকারী নন?'

জবাবে ডুজারিক বলেন,‘যাচাই-বাছাই প্রক্রিয়াটি তিনটি ধাপে করা হয়৷ প্রথম ধাপে ব্যক্তিগত মানদণ্ডে যাচাই হয়৷ পরের ধাপে বাছাইয়ের কাজটা করে স্বাগতিক দেশ এবং অন্য বাছাই প্রক্রিয়াটা হয় জাতিসঙ্ঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের অফিস থেকে।’

জাতিসঙ্ঘ মহাসচিবের মুখপাত্র বলেন,‘বিগত বছরগুলোতে অল্প কয়েকটি দেশের ক্ষেত্রে আমরা কর্মকর্তাদের মানবাধিকার লঙ্ঘনের পূর্ব-ইতিহাস সম্পর্কে জানতে পেরেছি যারা আমাদের শান্তিরক্ষী হিসেবে কাজ করেছেন৷ এ ধরনের কিছু ঘটলে আমাদের শান্তিরক্ষা বিভাগের সহকর্মীরা যাচাই-বাছাই ও অন্যান্য নীতি অনুযায়ী সংশ্লিষ্ট দেশের সাথে আলোচনার মাধ্যমে উপযুক্ত ব্যবস্থা নিই৷ এ ধরনের ঘটনার (মানবাধিকার লঙ্ঘন) কারণে শান্তিরক্ষা মিশনে অংশ নেয়া কর্মকর্তার নিয়োগ বাতিল হতে পারে৷ এ ছাড়া অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের মিশন থেকে নিজ দেশে ফেরত পাঠিয়ে দেয়া হবে৷'

সূত্র : ডয়েচে ভেলে


আরো সংবাদ



premium cement
ফিটনেসবিহীন যানবাহনের কারণে চ্যালেঞ্জের মুখে ট্রাফিক ব্যবস্থাপনা ২৪ ঘণ্টায়ও মহাসড়ক ছাড়েনি ডিইপিজেডের লেনী ফ্যাশনের শ্রমিকরা বুধবার সকালে ঢাকার বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’ চীন সীমান্তের কাছে গুরুত্বপূর্ণ শহরের দখল নিল মিয়ানমারের বিদ্রোহীরা সুদানে গৃহযুদ্ধে নিহতের সংখ্যা আগের হিসাবকে বহুগুনে ছাড়িয়ে গেছে, বলছে গবেষণা চট্টগ্রামে আইনজীবী হত্যা : যৌথ বাহিনীর অভিযানে আটক ২০ শামীম ওসমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘গণহত্যার’ অভিযোগ নিহত আইনজীবীকে নিয়ে অপপ্রচার করছে ভারতীয় গণমাধ্যম : প্রেস উইং হিজবুল্লাহ-ইসরাইল অস্ত্র-বিরতি চুক্তি জয় দিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু করতে চায় টাইগ্রেসরা সহজ জয়ে সিরিজে সমতা পাকিস্তানের

সকল