ইসরাইলে তেল সরবরাহ কমানোর আহ্বান জাতিসঙ্ঘের
- নয়া দিগন্ত অনলাইন
- ১৭ মার্চ ২০২৪, ১১:১৮, আপডেট: ১৭ মার্চ ২০২৪, ১১:৩৪
ইসরাইলের সামরিক বাহিনীকে তেল সরবরাহ কমানোর আহ্বান জানিয়েছেন জাতিসঙ্ঘের বিশেষজ্ঞরা। শনিবার তেল কোম্পানিগুলোকে এই আহ্বান জানানো হয়।
আরব নিউজ জানিয়েছে, খাদ্যের অধিকারবিষয়ক জাতিসঙ্ঘের বিশেষ রিপোর্টার মাইকেল ফাখরি অয়েল চেঞ্জ ইন্টারন্যাশনালের গবেষণার উদ্ধৃতি দিয়ে বলেছেন, তিনটি কোম্পানি মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, রাশিয়া, আজারবাইজান এবং কাজাখস্তানের মাধ্যমে ইসরাইলি সামরিক বাহিনীকে তেল সরবরাহ করছে।
ফাখরি বলেছিলেন, সংস্থাগুলো সম্ভবত গণহত্যায় জড়িত। পরে তাদেরকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয়ারও আহ্বান জানান তিনি।
পর্যাপ্ত আবাসনের অধিকার বিষয়ে জাতিসঙ্ঘের বিশেষ প্রতিবেদক বালাকৃষ্ণান রাজাগোপাল এই আহ্বানকে সমর্থন করেছেন। তিনি বলেছেন, কর্পোরেশনগুলো বন্ধ করা উচিত এবং আগামীতেও সম্ভাব্য দায়বদ্ধতার মুখোমুখি হওয়া উচিত।’
সূত্র : আল জাজিরা