২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্সের নতুন সভাপতি

ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্সের নতুন সভাপতি - ফাইল ছবি

বিশ্বের স্বনামধন্য ইসলামী স্কলারদের আন্তর্জাতিক সংস্থা ‘ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্স’র সভাপতি নির্বাচিত হয়েছেন শায়খ ড. আলী মুহিউদ্দিন কারাদাগি।

গত সোমবার (৮ জানুয়ারি) কাতারের রাজধানী দোহার শেরাটন হোটেলে সংস্থার সাধারণ পরিষদে অনুষ্ঠিত নির্বাচনে ৯১.৫১ শতাংশ ভোট পেয়ে নতুন সভাপতি নির্বাচিত হন এই কুর্দি আলেম।

পাশাপাশি সহসভাপতি নির্বাচিত হয়েছেন শায়খ মুহাম্মদ আল-হাসান ওয়ালাদ আলদুদ, ইসাম আল-বশির, আহমদ আল-খলিলি ও মোহাম্মদ গুরমাজ।

গত ৬ জানুয়ারি দোহায় ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্সের সাধারণ পরিষদের ষষ্ঠ বৈঠক শুরু হয়ে গত ১১ জানুয়ারি শেষ হয়। এতে বিভিন্ন দেশের ৬৫১ প্রতিনিধি অংশগ্রহণ করেন।

ড. আলী কারাদাগি ১৯৪৯ সালে কুর্দিস্তানের সুলাইমানিয়া প্রদেশের কারাদাগে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালে তিনি বাগদাদে শরিয়াহ বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। ১৯৮০ সালে তিনি মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক ফিকাহশাস্ত্র বিষয়ে স্নাতকত্তোর সম্পন্ন করেন।

১৯৮৫ সালে তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে চুক্তি ও আর্থিক লেনদেন নিয়ে শরিয়াহ আইন বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৮৫ সাল থেকে তিনি কাতার বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ অনুষদে শিক্ষকতা করেন। ২০১০ সাল থেকে তিনি ইন্টারন্যাশনাল ইউনিয়নের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

বিশ্ববরেণ্য আলেমদের সমবেত করতে শায়খ ড. ইউসুফ আল-কারজাভি রহ: ২০০৪ সালে আয়ারল্যান্ডের ডাবলিনে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্স প্রতিষ্ঠ করেন।

২০১১ সালে কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্তে সংস্থাটির সদর দফতর কাতারের দোহায় স্থানান্তর করা হয়। বিশ্বের বিভিন্ন দেশের ছয় শতাধিক আলেম, ইসলামী চিন্তাবিদরা সংস্থাটির সদস্য হিসেবে রয়েছেন।

সূত্র : আল-জাজিরা ও অন্যান্য


আরো সংবাদ



premium cement
চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতি দেয়া অনধিকার চর্চা : উপদেষ্টা নাহিদ কুড়িগ্রামে পিলখানা হত্যার তদন্ত ও চাকরিতে পূর্ণবহালের দাবি গাজা যুদ্ধবিরতির জন্য প্রস্তুত : হামাস অ্যাডভোকেট সাইফুল হত্যা : সুপ্রিম কোর্টে আইনজীবীদের প্রতিবাদ সমাবেশ নৌ-পরিবহন উপদেষ্টার সাথে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ হিজবুল্লাহ-ইসরাইল অস্ত্রবিরতি চুক্তিকে স্বাগত বিশ্ব নেতাদের আয়ারল্যান্ডকে ১৫৪ রানে হারিয়ে রেকর্ড গড়ল টাইগ্রেসরা ববিতে চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে ইসকন নিষিদ্ধের দাবি মার্কিন দূতাবাস থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তির বিষয়ে সব পক্ষের মতামত গ্রহণের সিদ্ধান্ত অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের হাসিনার পালানোর দৃশ্য মনে করতে বললেন ফারুকী

সকল