গাজা এখন বসবাসের অযোগ্য : জাতিসঙ্ঘ
- নয়া দিগন্ত অনলাইন
- ০৬ জানুয়ারি ২০২৪, ২৩:৫৪
অবরুদ্ধ গাজা উপত্যকা ইসরাইলি হামলায় বাসযোগ্য নেই। গাজা বসবাসের অযোগ্য হয়ে গেছে। টানা ৯২ দিনের ইসরাইলি আগ্রাসনে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে জাতিসঙ্ঘ। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।
প্রতিবেদন থেকে জানা গেছে, গাজা ইসরাইলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। খাবারের তীব্র সংকটে দেখা দিয়েছে। যার ফলে গাজায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে। ছড়িয়ে পড়ছে রোগবালাই। মানবিক সংকট আরো গভীর হওয়ার আশঙ্কা করে জাতিসঙ্ঘের ত্রাণসহায়তাবিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথস গতকাল শুক্রবার বলেছেন, গাজা বসবাসের অযোগ্য হয়ে পড়েছে।
এদিকে জাতিসঙ্ঘ শিশু তহবিল ইউনিসেফ সতর্ক করে বলেছে, সঙ্ঘাত, অপুষ্টি ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবার ঘাটতিতে প্রাণঘাতী চক্র সৃষ্টি হয়েছে। যার প্রভাবে ১১ লাখের বেশি শিশু হুমকির মুখে পড়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সঙ্ঘাতের শুরু থেকে এ পর্যন্ত গাজায় ২২ হাজার ৭২২ জন নিহত হয়েছেন আহত হয়েছেন ৫৮ হাজার ১৬৬ জন। নিখোঁজ রয়েছেন আরো ৭ হাজার। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।