৯ সেপ্টেম্বর বাংলাদেশে আসবেন জাতিসঙ্ঘের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল
- নয়া দিগন্ত অনলাইন
- ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১৯:০২
জাতিসঙ্ঘের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও জাতিসঙ্ঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক কান্নি উইগনারাজা ৯ থেকে ১২ সেপ্টেম্বর বাংলাদেশ সফর করবেন।
সফরকালে তিনি ভাসানচর ও কক্সবাজার যাবেন। সেখানে তিনি রোহিঙ্গা সম্প্রদায়ের সাথে সাক্ষাৎ করবেন এবং রোহিঙ্গা শরণার্থী শিবিরে জাতিসঙ্ঘ সমর্থিত হস্তক্ষেপের প্রভাব প্রত্যক্ষ করবেন।
সফরকালে কান্নি উইগনারাজা সংসদের স্পিকার ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) মুখ্য সচিবসহ গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তাদের সাথে উচ্চ পর্যায়ের আলোচনায় অংশ নেবেন।
বৃহস্পতিবার ইউএনডিপি বলেছে, ইউএনডিপি ও বাংলাদেশ সরকারের মধ্যে সহযোগিতা জোরদার করার পাশাপাশি এই অঞ্চলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) এজেন্ডা এগিয়ে নিতে এই বৈঠকগুলো গুরুত্বপূর্ণ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা